How To Get Rid Of Ants: ঘরে লাল পিঁপড়ের উৎপাত! এক রাতেই পালাবে পিঁপড়ে! জানুন বিশেষজ্ঞের মত
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
How To Get Rid Of Ants: ঘরোয়া উপায়েই রাতারাতি বাড়ি থেকে পালাবে লাল পিঁপড়ে! জানুন সঠিক পরামর্শ
advertisement
1/5

ঘরে পিঁপড়ের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠছেন? বারান্দার রেলিং, রান্নাঘর থেকে শুরু করে বিছানাতেও পিঁপড়ের আনাগোনা আপনার বাড়িতে? অনেকে বহু কীটনাশক ব্যবহার করেও পিঁপড়েরর হাত থেকে নিস্তার পান না । তাহলে জানুন (লেখা: পিয়া গুপ্তা)
advertisement
2/5
কিছু ঘরোয়া উপায়ে পিঁপড়ে বাড়ি থেকে তাড়ানো উপায় জানালেন স্বাস্থ্য কর্মী সুনন্দা রায়। তিনি জানান পিঁপড়ের জ্বালা থেকে মুক্তি পেতে বরিক পাউডার খুব কাজের।(লেখা: পিয়া গুপ্তা)
advertisement
3/5
বরিক অ্যাসিডের সঙ্গে কিছু চিনি মিশিয়ে সেটা কোনও কিছুর মধ্যে ঢেলে রাখলে পিঁপড়েরা সেই অ্যাসিড মিশ্রিত চিনি খেলে নিমিষেই মারা যাবে।(লেখা: পিয়া গুপ্তা)
advertisement
4/5
সুনন্দা রায় আরও জানান পিঁপড়ে তাড়াতে বাসন ধোয়া সাবান এবং জলও খুব কাজের। যখনই আপনি পিঁপড়ের ঝাঁক দেখতে পাবেন বা ঘরের কোণে বা দেয়ালে দেখেন, তখনই বাসন ধোয়ার জল সেখানে স্প্রে করে দিন। সঙ্গে সঙ্গে চলে যাবে! (লেখা: পিয়া গুপ্তা)
advertisement
5/5
পিঁপড়েদের তাড়াতে ভিনিগার ও খুব ভাল। ভিনিগারের স্প্রে করলে দ্রুত পালিয়ে যায় পিঁপড়েরা।এছাড়াও ভিনিগার না থাকলে মরিচ, দারুচিনি ও লেবুর খোসা এগুলিএক কাপ জলে ফুটিয়ে স্প্রে করলেও পিঁপড়েদের থেকে রেহাই পাওয়া সম্ভব। (লেখা: পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
How To Get Rid Of Ants: ঘরে লাল পিঁপড়ের উৎপাত! এক রাতেই পালাবে পিঁপড়ে! জানুন বিশেষজ্ঞের মত