Fasting: উপবাস রাখছেন? এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখুন, অসুস্থতার সম্ভাবনা থাকবে না
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
স্বাস্থ্য উপদেষ্টা নীলম শুক্লা জানান, উপবাসের সময় অনেক সময় ছোটখাটো ভুলেই অসুস্থ হয়ে পড়েন বেশিরভাগ সকলে৷
advertisement
1/9

ফাস্টিং বা উপবাস শরীরে পক্ষেও ভাল, জানাচ্ছেন ডাক্তাররা৷ তবে অনেকেই উপবাসে থাকতে পারেন না৷ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়৷ কারও কারও মাথা ঘোরা, মাথাব্যথা, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা দেখা দেয়৷
advertisement
2/9
স্বাস্থ্য উপদেষ্টা নীলম শুক্লা জানান, উপবাসের সময় অনেক সময় ছোটখাটো ভুলেই অসুস্থ হয়ে পড়েন বেশিরভাগ সকলে৷
advertisement
3/9
নীলম শুক্লার পরামর্শ, উপবাসের আগে প্রচুর জল খান৷
advertisement
4/9
উপবাসে থাকার আগের দিন এমন কিছু খাবার হবেন না যা থেকে পরের দিন অ্যাসিডিটির কারণ হতে পারে৷
advertisement
5/9
উপবাসে থাকার অন্তত দু'দিন প্রচুর পরিমাণে স্যালাড খান৷ যাতে শরীর পুষ্টি পায় এবং উপবাসের সময় শরীরে শক্তি বজায় থাকে৷
advertisement
6/9
জলের অভাব দূর করে এমন ফল খান। নারকেল জল, কলা, ডালিম, আপেলের মতো দীর্ঘ সময় শক্তি জোগায় এই ধরনের ফল খান।
advertisement
7/9
উপবাসের দিন সকালে সূর্যোদয়ের আগে নারকেলের বা ডাবের জল খান৷ এতে শরীরে জলের অভাব কমবে৷
advertisement
8/9
সুগার রোগীদের উপবাসের আগে বেশি করে ফাইবার যুক্ত খাবার খাওয়া উচিত৷
advertisement
9/9
গর্ভবতী মহিলারা উপবাস রাখার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fasting: উপবাস রাখছেন? এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখুন, অসুস্থতার সম্ভাবনা থাকবে না