Pedicure Hacks at Home: বাজে খরচ একদম নয়! পুজোর আগে বাড়িতেই পেডিকিওর! ঝকঝকে পা কীভাবে পাবেন, রইল টিপস
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Pedicure Hacks at Home: সামনে পুজো আসছে । মুখের সঙ্গে হাত-পায়েরও যত্ন নেওয়ায় কোনও খামতি নেই। কিন্তু স্যালোঁতে এসব করানোর খরচা অনেক। বাড়িতে খুব সহজেই পেডিকিওর করানো যেতে পারে। বিস্তারিত জেনে নিন।
advertisement
1/5

সামনে পুজো আসছে । মুখের সঙ্গে হাত-পায়েরও যত্ন নেওয়ায় কোনও খামতি নেই। কিন্তু স্যালোঁতে এসব করানোর খরচা অনেক। বাড়িতে খুব সহজেই পেডিকিওর করানো যেতে পারে। বিস্তারিত জেনে নিন।
advertisement
2/5
বাড়িতে পেডিকিওর করা সহজ। পেডিকিওরের প্রথম ধাপ হল পা ভিজিয়ে রাখা। এটি করার জন্য প্রয়োজন হবে গরম জল।
advertisement
3/5
প্রথমে ২ গ্লাস জল গরম করতে দিন। এতে দু'টি কাটা লেবু দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। তারপর পা ভিজিয়ে রাখুন ৫ মিনিট।
advertisement
4/5
এর পর কাটা লেবুর খোসায় ক্লিনজার এবং স্ক্রাব ঢেলে নিন। যদি ক্লিনজার পাওয়া না যায় তবে শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
advertisement
5/5
স্টেপ ২-এ ঘরে বসেই তৈরি করবেন DIY ফুট ক্রিম। এটি তৈরি করতে ১ চা চামচ নারকেল তেল, বেবি অয়েল এবং ১ চা চামচ সোডা নিয়ে ভাল করে মিশিয়ে নিন। সেই পেস্ট সারা রাত লাগিয়ে ঘুমাতে পারেন। এটি ফাটা গোড়ালি সেরে যাবে এবং সমস্ত ট্যানিংও চলে যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pedicure Hacks at Home: বাজে খরচ একদম নয়! পুজোর আগে বাড়িতেই পেডিকিওর! ঝকঝকে পা কীভাবে পাবেন, রইল টিপস