Nail Art: বিয়ে থেকে বসন্ত উৎসব! নখ সজ্জার দারুণ টিপস, তাক লাগিয়ে দেবেন সহজেই
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Nail Art: লাল, গোলাপি, খয়েরি, নখে পরিচিত কয়েকটি রঙের নেলপলিশের প্রলেপ দিলেই ইদানীং সাজ সম্পূর্ণ হচ্ছে না। নখে শুধু রঙ নয়, সঙ্গে থাকছে চুমকি, অভ্র, পাথর, ফুলছাপের নকশা।
advertisement
1/6

বিয়ের অনুষ্ঠানের একটা বড় অংশ জুড়ে থাকে সাজগোজ। পোশাক থেকে শুরু করে মেকআপ পর্যন্ত নানা বিষয়ের দিকে নজর রাখতেই হয়!
advertisement
2/6
ধীরে ধীরে নখসজ্জা সাজগোজের অঙ্গ হয়ে উঠছে। বিয়ে কিংবা বিশেষ উৎসব, অনুষ্ঠানে তো বটেই, এমনকি ১২ মাসই নখ সাজিয়ে রাখেন অনেকে।
advertisement
3/6
লাল, গোলাপি, খয়েরি- নখে পরিচিত কয়েকটি রঙের নেলপলিশের প্রলেপ দিলেই ইদানীং সাজ সম্পূর্ণ হচ্ছে না। নখে শুধু রঙ নয়, সঙ্গে থাকছে চুমকি, অভ্র, পাথর, ফুলছাপের নকশা।
advertisement
4/6
নখের উপর সাদা আর কালো দিয়ে দাবার ছকের মতো নকশা করতে পারেন। এই ধরনের কারুকাজ অনেকেই পছন্দ করেন। কালো এবং সাদা রঙের এই নকশায় বেশ সুন্দর হয়ে উঠবে।
advertisement
5/6
নখের উপর ফুল, পাতা, আবার কখনও বিভিন্ন নকশা দেখতে পাওয়া যায়। সূক্ষ্ম সূক্ষ্ম দেখে চোখ ও মন দুই-ই ভরে যেতে পারে।
advertisement
6/6
নখ জুড়ে ধূসরতা ভাল লাগে অনেকেরই। নখের এই ধরনের নকশার সবচেয়ে বড় সুবিধা হল, যে কোনও পোশাকের সঙ্গে মানিয়ে যায়। পোশাকের রঙ যা-ই হোক না কেন, নখে এমন নকশা কখনওই বেমানান লাগে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Nail Art: বিয়ে থেকে বসন্ত উৎসব! নখ সজ্জার দারুণ টিপস, তাক লাগিয়ে দেবেন সহজেই