Sweat Control Tips: রাতে ঘুমাতে গেলেই শরীর ঘামে ভিজে যাচ্ছে? এই নিয়ম মানলে গরমেও মিলবে আরামের নিদ্রা
- Published by:Anulekha Kar
Last Updated:
এসি ছাড়াই গরমে ঘুমাবেন আরামে!
advertisement
1/5

গরমের রাতে আরামে ঘুমাতে গেলে সারাদিন প্রচুর জল খেতে হবে। এতে রাতে শরীরে সঠিক পরিমান জল থাকবে এবং গরম অনুভব কম হবে।
advertisement
2/5
কফি শরীর গরম করে দেয়। তাই গরম কালে কফি এড়িয়ে চলাই ভাল। এ ছাড়া রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কফি খাওয়া একেবারেই চলবে না।
advertisement
3/5
গ্রীষ্মের রাতে ঘাম এড়াতে হলে ঘরে গাছ রাখতে হবে। এতে ঘরের তাপমাত্রা বজায় থাকবে কারণ গাছ থাকলে ঘরে অক্সিজেনের পরিমান বাড়ে। তাই যতটা সম্ভব ইন্ডোর প্ল্যান্ট রাখতে পারেন।
advertisement
4/5
রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠান্ডা জলে পা ধুয়ে নিন। ঠান্ডা জলে পা ধুলে শরীরে গরম অনুভব কম হবে এবং ঘাম দেবে না।
advertisement
5/5
গরমের রাতে ঘাম থেকে মুক্তি পেতে বিছানায় হালকা রঙের বেডশিট পাততে হবে। যেমন সাদা, আকাশী বা অন্য কোনও হালকা রং। হালকা রঙের বিছানার চাদর পাতলে গরমকালেও আরামে ঘুমানো যায়। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sweat Control Tips: রাতে ঘুমাতে গেলেই শরীর ঘামে ভিজে যাচ্ছে? এই নিয়ম মানলে গরমেও মিলবে আরামের নিদ্রা