TRENDING:

Silk Saree Cleaning Tips: পুজোয় সিল্কের শাড়িতে দাগ লাগার ভয়? কয়েকটা ঘরোয়া উপায়ে এক নিমেষে সব দাগ উধাও হবে, জেনে নিন

Last Updated:
গরম জল কিন্তু সিল্কের শাড়ির রঙ ও ফাইবার নষ্ট করে৷ তাই এ ক্ষেত্রে সবসময় ঠান্ডা জল ব্যবহার করুন৷
advertisement
1/8
পুজোয় সিল্কের শাড়িতে দাগ লাগার ভয়? কয়েকটা ঘরোয়া উপায়ে নিমেষে সব দাগ উধাও
পুজোতে পছন্দের সিল্ক শাড়ি তো পরবেন, কিন্তু হঠাৎ করে যদি ভোগের খাবার পড়ে যায়, বা কালি লেগে যায়, তাহলে তো পুরো দিনটাই মাটি৷ তা বলে কি পুজোর ক’দিন সাজের মধ্যে বাছ-বিছার করবেন না কি! একেবারেই না৷ বরং এই কয়েকটা উপায়ে মানলে দাগ দূর হবে নিমেষে৷
advertisement
2/8
সিল্কের শাড়ি নিজে নিজে কাচা যায় না৷ অনেক ক্ষেত্রেই ড্রাই ক্লিনিংয়ের জন্য পাঠাতে হয়, সে ক্ষেত্রে তা বেশ খরচ সাপেক্ষও৷ আর পুজোতে হঠাৎ করে সস বা ভোগের চাটনি পড়ে যেতেই পারে৷ তাই বারবার ড্রাই ক্লিনিংয়ে না পাঠিয়ে চট জলদি এইভাবে পরিষ্কার করে নিন৷
advertisement
3/8
প্রত্যেকটা দাগ পরিষ্কার করার নিজস্ব আলাদা পদ্ধতি আছে, তাই প্রথমেই দেখে নিন, এই দাগ কিসের তেল, চা, কফি? না কি অন্য কিছুর৷ তাহলেই অর্ধেক কাজ শেষ৷ এবার দাগ পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার করতে লেগে পড়ুন৷ যত বেশি দেরি করবেন, তত দাগ জেদি হয়ে উঠবে৷
advertisement
4/8
গরম জল কিন্তু সিল্কের শাড়ির রঙ ও ফাইবার নষ্ট করে৷ তাই এ ক্ষেত্রে সবসময় ঠান্ডা জল ব্যবহার করুন৷
advertisement
5/8
যদি আপনি হালকা ডিটারজেন্ট দিয়ে সিল্কের শাড়ি পরিষ্কার করেন, তবে কাপড় বেশ নিরাপদ থাকবে৷ এ ক্ষেত্রে সরাসরি ডিটারজেন্ট ব্যবহার না করে, জলে মিশিয়ে মাইল্ড করে দিন৷ তারপর দাগযুক্ত স্থানে লাগিয়ে রাখুন৷ এর বদলে শ্যাম্পুও ব্যবহার করতে পারেন৷
advertisement
6/8
দাগ ঘষে পরিষ্কার করার পরিবর্তে দাগটি মুছে ফেলুন৷ এ জন্য একটা পরিষ্কার কাপড় বা কাগজের তোয়ালে নিয়ে ধীরে ধীরে দাগটি চাপুন৷ এর ফলে দাগ ছড়াতে পারে না৷ পরিষ্কার করে ফেলা সহজ হবে৷
advertisement
7/8
সিল্কের কাপড়ে দাগ দূর করতে সাদা ভিনিগারের সঙ্গে জল যোগ করে একটা মিশ্রণ তৈরি করে ফেলুন৷ এই মিশ্রণ বিশেষ করে তেলের দাগের উপর খুব বেশি কাজ করে৷
advertisement
8/8
দাগ খুব জেদি হলে সেখানে বেকিং সোডা ও জলের পেস্ট তৈরি করে দাগের জায়গায় লাগিয়ে রাখুন৷ কিছুক্ষণ রেখে পরিষ্কার করে নিন৷ দাগ যদি খুব বেশি-ই জেদি হয়, আর কিছুতেই দাগ অপসারণ হচ্ছে না, সে ক্ষেত্রে প্রফেশনাল সাহায্য নেওয়াই ভাল৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Silk Saree Cleaning Tips: পুজোয় সিল্কের শাড়িতে দাগ লাগার ভয়? কয়েকটা ঘরোয়া উপায়ে এক নিমেষে সব দাগ উধাও হবে, জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল