Fridge Cleaning Tips: ফ্রিজ খুলতেই দূর্গন্ধ? রেখে দিন এই কটা জিনিস, সুগন্ধে ম ম করবে আপনার রেফ্রিজারেটর
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
অনেকসময়তেই ফ্রিজে এক ধরনের খারাপ গন্ধ হয়। এর ফলে আমাদের শাক-সব্জি, রান্না করা খাবার-দাবার সবই খারাপ হয়ে যায়৷ কিন্তু খাবার থাকার কারণে কোনও ধরনের সুগন্ধিও ব্যবহার করা যায় না৷ তাই ঘরোয়া টোটকাই ভরসা৷
advertisement
1/6

এই গরমের দিনে ফ্রিজ ছাড়া আমাদের দিন অচল। এই যন্ত্রটিই আমাদের অগতির গতি হয়ে উঠেছে। সকালে ব্রেকফাস্ট থেকে রাতে শোওয়ার আগে দুধ সবেতেই উপকরণকে ভাল রাখতে দরকার রেফ্রিজরেটরের ভাল থাকা।
advertisement
2/6
অনেকসময়তেই ফ্রিজে এক ধরনের খারাপ গন্ধ হয়। এর ফলে আমাদের শাক-সব্জি, রান্না করা খাবার-দাবার সবই খারাপ হয়ে যায়৷ কিন্তু খাবার থাকার কারণে কোনও ধরনের সুগন্ধিও ব্যবহার করা যায় না৷ তাই ঘরোয়া টোটকাই ভরসা৷
advertisement
3/6
রান্নার জন্য ফ্রিজে ভিনিগার তো থাকেই৷ সেই কিন্তু ফ্রিজের গন্ধকে ছু-মন্তর করে দিতে পারে৷ কাপে বা পাত্রে ভিনিগার ঢেলে রাখুন৷ কিছুক্ষণ পরেই দেখবে কোনওরকম বাজে গন্ধ আর নেই৷
advertisement
4/6
বেকিং সোডা যে কোনও ধরনের দুর্গন্ধ দূর করতে সিদ্ধ হস্ত৷ ফ্রিজ ভাল করে মুছেও যদি দুর্গন্ধ না যায, সেক্ষেত্রে একটা ছোট পাত্রে বেকিং সোডা রেখে দিন৷ দু’ঘণ্টার মধ্যেই দেখবেন আর কোনও রকম গন্ধ নেই৷
advertisement
5/6
ফ্রিজের বাজে গন্ধ দূর করতে লেবুর কোনও জুড়ি নেই৷ ফ্রিজের পাল্লায় একটা লেবু কেটে রেখে দিন৷ কোনও রকম বাজে গন্ধের জন্মই হবে না
advertisement
6/6
কফির গন্ধ আমাদের কম-বেশি সকলেরই ভাল লাগে৷ এই গন্ধ কেবল সুগন্ধি হিসেবে নয়৷ দুর্গন্ধশোষক হিসেবেও ব্যবহার হতে পারে৷ কাগজে বা ফয়েলে একটু কফি মুড়িয়ে ফ্রিজের এক কোণায় রেখে দিন৷ এতে ফ্রিজে দুর্গন্ধ থাকবে না
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fridge Cleaning Tips: ফ্রিজ খুলতেই দূর্গন্ধ? রেখে দিন এই কটা জিনিস, সুগন্ধে ম ম করবে আপনার রেফ্রিজারেটর