TRENDING:

How To Clean Water Tank: শ্যাওলা, কীটপতঙ্গের যম, ১০০ বছরেও নষ্ট হবে না ট্যাঙ্কের জল, এই মহৌষধ রাখলেই ঝামেলা থেকে মুক্তি

Last Updated:
এই বস্তুটি রাখলে এক দু বছর নয়, প্রায় ১০০ বছর ট্যাঙ্কির জল আর পরিষ্কার করতে হবে না৷ জল কাঁচের মতো পরিষ্কার থাকবে৷ কোনও রকম পোকা তো জন্মাবেই না শ্যাওলারও চিহ্ন খুঁজে পাবেন না৷
advertisement
1/5
শ্যাওলা, কীটপতঙ্গের যম, ১০০ বছরেও নষ্ট হবে না ট্যাঙ্কের জল, রইল ‘ম্যাজিক টিপস’
একটা নির্দিষ্ট সময় অন্তর-অন্তর ট্যাঙ্কের জল পরিষ্কার করতে হয়৷ নয়তো সেখানে শ্যাওলা পড়ে৷ কীটপতঙ্গের বাসা হয়৷ নষ্ট হয়ে যায় জল৷ কিন্তু এমন এক মহৌষধ রয়েছে, যা রাখলে আপনার ট্যাঙ্কের জলকে পরিষ্কার করার কোনও ঝঞ্ধাটই থাকবে না৷ প্রতিদিন সে নিজেই ট্যাঙ্কের জলকে পরিষ্কার করে দেবে৷
advertisement
2/5
এই বস্তুটি রাখলে এক দু বছর নয়, প্রায় ১০০ বছর ট্যাঙ্কির জল আর পরিষ্কার করতে হবে না৷ জল কাঁচের মতো পরিষ্কার থাকবে৷ কোনও রকম পোকা তো জন্মাবেই না শ্যাওলারও চিহ্ন খুঁজে পাবেন না৷
advertisement
3/5
এই ম্যজিক বস্তুটি হল জাম কাঠ৷ এর মধ্যে ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে৷ যা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক মেরে ফেলতে সাহায্য করে৷ তাই জলের ট্যাঙ্কে জাম কাঠ রাখলে তাতে কীটপতঙ্গ বা সবুজ শ্যাওলা জমতে বাধা দেয়৷
advertisement
4/5
এই ম্যজিক বস্তুটি হল জাম কাঠ৷ এর মধ্যে ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে৷ যা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক মেরে ফেলতে সাহায্য করে৷ তাই জলের ট্যাঙ্কে জাম কাঠ রাখলে তাতে কীটপতঙ্গ বা সবুজ শ্যাওলা জমতে বাধা দেয়৷
advertisement
5/5
আপনি বাজার থেকে ভাল মানের একটা জাম কাঠ নিয়ে আসুন, তারপর ভাল করে ধুয়ে জলের ট্যাঙ্কে রেখে দিন৷ খেয়াল করবেন ট্যাঙ্ক যেন আগে থেকে বেশ পরিষ্কার থাকে৷ ব্যাস, তারপর ভুলে যান৷ ট্যাঙ্ক পরিষ্কারের ঝামেলা থেকে মুক্তি৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
How To Clean Water Tank: শ্যাওলা, কীটপতঙ্গের যম, ১০০ বছরেও নষ্ট হবে না ট্যাঙ্কের জল, এই মহৌষধ রাখলেই ঝামেলা থেকে মুক্তি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল