Silver Jewelry Care: সাধের রুপোর গয়নায় কালচে ভাব! খুব সহজেই হবে নতুনের মতো ঝকঝকে, মেনে চলুন এই টিপস
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Silver Jewelry Care: রুপোর গয়না বছরে দু'থেকে তিনবার পালিশ করিয়ে সংরক্ষণ করুন। নয়তো ময়লা জমে রুপোর উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। পালিশ করিয়ে নিলে রুপোর জেল্লা বাড়ে এবং ভাল থাকে।
advertisement
1/6

আমাদের দেশে রুপোর আলাদা ঐতিহ্য আর আভিজাত্য অনেক আগে থেকেই ছিল। অতীতে রাজা, জমিদাররা তাঁদের বাড়িতে রুপোর থালা-বাসন, ঘটি-বাটি, হুঁকো এসব ব্যবহার করতেন। রুপো ছিল তখনকার অভিজাত পরিবারগুলোর ঐতিহ্যের একটা অংশ। এছাড়া একটা সময় ছিল গ্রাম বাংলার অনেক মহিলার পায়েও শোভা পেত রুপার তৈরি নুপুর বা মল। তখন রুপোর গহনার যত্ন নিত না এমন কেউ হয়তো ছিল না।
advertisement
2/6
গয়না পছন্দ করে না এমন মেয়ে খুব কমই আছে। বাঙালি নারীর সাজসজ্জার একটা বিরাট অংশ জুড়ে থাকে গয়না। হোক সেটা সোনা, রুপো, হিরে, মুক্ত, পুতি, মাটি অথবা কাঠের। সব ধরনের গয়নাতেই মেয়েরা নিজেদের সাজাতে পছন্দ করেন।
advertisement
3/6
কালক্রমে রুপোর ব্যবহার কমে গেলেও বর্তমানে তার চাহিদা শীর্ষে। রুপোর দাম তুলনামূলক কম হওয়াতে সকল এখন রুপোর দিকেই ঝুঁকেছে। কয়েক বছর আগেও রুপো নির্দিষ্ট কয়েকটা গয়নার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন রুপো দিয়ে সব রকমের গয়নাই বানানো হচ্ছে। সোনার মূল্য আকাশচুম্বি হওয়ায় রুপো দিয়ে সুন্দর সব ডিজাইনের গয়না বানিয়ে তাতে সোনার রঙ করিয়ে নেওয়া হচ্ছে।
advertisement
4/6
রুপোর গয়না বছরে দু'থেকে তিনবার পালিশ করিয়ে সংরক্ষণ করুন। নয়তো ময়লা জমে রুপোর উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। পালিশ করিয়ে নিলে রুপোর জেল্লা বাড়ে এবং ভাল থাকে। গয়না পরার আগেই মেকআপ-সহ সমস্ত প্রসাধনী যেমন পারফিউম, লোশন এসব লাগিয়ে নিয়ে তারপর গয়না পরুন। কারণ এগুলো গয়নাতে লাগলে দাগ পড়ে যায়।
advertisement
5/6
রুপোর গয়না ব্যবহারের পর তা অবশ্যই নরম কাপড় এবং টিস্যু দিয়ে মুছে শুকিয়ে বক্সে রাকতে হবে, বক্সে রাখার আগে গয়নাগুলিকে টিস্যু দিয়ে মুড়িয়ে রাখতে হবে। কোনও গয়নাই একটার সঙ্গে আরেকটা জড়িয়ে রাখবেন না, প্রতিটি আলাদা টিস্যু দিয়ে মুড়িয়ে আলাদা আলাদা রাখবেন। রুপোর গয়না চকচকে করতে লেবুর জুড়ি নেই। একটি লেবু কেটে তার মধ্যে নুন লাগিয়ে নিয়ে রুপোর গয়নাগুলিতে ঘষতে থাকুন। এই পদ্ধতি খুব সহজে রুপো পরিষ্কার করতে সাহায্য করে। এতে গয়না ভাল থাকবে।
advertisement
6/6
রুপোর গয়নার যত্ন নিতে একটি পরিষ্কার ব্রাশে সাদা পেস্ট লাগিয়ে গয়নাগুলিকে হালকাভাবে ঘষুন কয়েক মিনিট। এবার ঠান্ডা জলে দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। একটি পাত্রে ফয়েল পেপার বিছিয়ে রেখে তার মধ্যে গরম জল ও এক বা দুই চামচ বেকিং সোডা মিশিয়ে গয়নাগুলিকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন। এবার গয়নাগুলিকে ব্রাশ দিয়ে ঘষে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দেখবেন কেমন চকচকে হয়ে গেছে গয়না। দেখবেন রুপোর কালোভাব কমে গিয়ে চকচকে হয়ে গিয়েছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Silver Jewelry Care: সাধের রুপোর গয়নায় কালচে ভাব! খুব সহজেই হবে নতুনের মতো ঝকঝকে, মেনে চলুন এই টিপস