Utensils Care: পুজোর বাসনে কালচে ছোপ পড়ে যাচ্ছে? রইল মোক্ষম উপায়, নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
সাধারনত কাঁসা বা রুপোর বাসনের ঠাকুরের উদ্দেশ্যে ভোগ অর্পণ করা হয়। কিন্ত এই বাসনকে সাধারণ বাসনের মতো পরিষ্কার করা যায় না। জেনে নিন এর যত্নের উপায়৷
advertisement
1/5

সামনেই জন্মাষ্টমী গেল। গোপাল ঠাকুরকে মন দিয়ে যত্ন করে ভোগ পরিবেশন করেছেন। কিন্তু তারপর সাধারনত কাঁসা বা রুপোর বাসনের ঠাকুরের উদ্দেশ্যে ভোগ অর্পণ করা হয়। কিন্ত এই বাসনকে সাধারণ বাসনের মতো পরিষ্কার করা যায় না।
advertisement
2/5
আসলে এই ধরনের বাসন বেশি ব্যবহার করা হয় না। ফলে অনেক সময় কালচে দাগ পড়ে যায়। তাই এই ধরনের বাসনগুলোকে ভাল রাখতে একটু বাড়তি যত্নের দরকার।
advertisement
3/5
বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে নিন। রুপোর বাসনের ক্ষেত্রে বেকিং সোডা খুবই উপকারী। কিছুক্ষণ বাসনগুলো ভিজিয়ে ভাল করে লেবু দিয়ে ঘষে ঘষে তুলে ফেনুল। বাসন ছাড়া অলঙ্কার ও মূর্তি পরিষ্কার করতে এই মিশ্রণ খুবই কার্যকর।
advertisement
4/5
কাঁসার বাসনের ক্ষেত্রে তেঁতুলের পল্প খুবই কার্যকর। তেঁতুলের পাল্প বের করে নিন। তারপর বাসন গুলোতে বুলিয়ে কিছুক্ষণ রেখে দিন। ১০ মিনিট পর ভাল করে রেখে দিলেই কেল্লা ফতে।
advertisement
5/5
লেবু ও নুন দিয়েও একেবারে নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারেন আপনার সাধের বাসনগুলোকে। অর্ধেক লেবুর সঙ্গে নুন মিশিয়ে বাসন গুলোতে বুলিয়ে নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Utensils Care: পুজোর বাসনে কালচে ছোপ পড়ে যাচ্ছে? রইল মোক্ষম উপায়, নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে