Cleaning Tips: পুজোর বাসনে কালো ছোপ? ১ টাকাও খরচ না করেও ৩টে উপায়ে পরিষ্কার করুন, বাসন ঝকঝকে হয়ে উঠবে
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
পুজোতে কাঁসার বাসন ব্যবহার করা হয়, কিন্তু এতে কালো ছোপ হয়ে যায়৷ জেনে নিন পুজোর বাসন পরিষ্কার করার টিপস
advertisement
1/5

পুজো চলে গেল, কিন্তু ওই যে বাঙালির পুজো শেষ হওয়ার নয়৷ সামনেই লক্ষ্মী পুজো৷ বাড়ি-বাড়ি চলে এর আয়োজন৷ তবে পুজোর বাসন তো আবার সাধারণ স্টিলের হয় না৷ কাঁসা বা পিতলের বাসনেই সাধারণত ভোগ অর্পণ করা হয়৷
advertisement
2/5
তবে এই ধরনের বাসন সাধারণভাবে পরিষ্কার করা যায় না৷ ফলে একটা কালো ছাপ পড়ে যায়৷ আসলে এই ধরনের বাসন বেশি ব্যবহার করা হয় না। ফলে অনেক সময় কালচে দাগ পড়ে যায়। তাই এই ধরনের বাসনগুলোকে ভাল রাখতে একটু বাড়তি যত্নের দরকার।
advertisement
3/5
বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে নিন। রুপোর বাসনের ক্ষেত্রে বেকিং সোডা খুবই উপকারী। কিছুক্ষণ বাসনগুলো ভিজিয়ে ভাল করে লেবু দিয়ে ঘষে ঘষে তুলে ফেনুল। বাসন ছাড়া অলঙ্কার ও মূর্তি পরিষ্কার করতে এই মিশ্রণ খুবই কার্যকর।
advertisement
4/5
কাঁসার বাসনের ক্ষেত্রে তেঁতুলের পল্প খুবই কার্যকর। তেঁতুলের পাল্প বের করে নিন। তারপর বাসন গুলোতে বুলিয়ে কিছুক্ষণ রেখে দিন। ১০ মিনিট পর ভাল করে রেখে দিলেই কেল্লা ফতে।
advertisement
5/5
লেবু ও নুন দিয়েও একেবারে নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারেন আপনার সাধের বাসনগুলোকে। অর্ধেক লেবুর সঙ্গে নুন মিশিয়ে বাসন গুলোতে বুলিয়ে নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cleaning Tips: পুজোর বাসনে কালো ছোপ? ১ টাকাও খরচ না করেও ৩টে উপায়ে পরিষ্কার করুন, বাসন ঝকঝকে হয়ে উঠবে