খুলতে হবে না! ৫ মিনিটে ঝকঝকে হবে রান্নাঘরের তেলচিটে ময়লা 'এক্সহস্ট' ফ্যান! করুন এই ছোট্ট কাজ
- Published by:Tias Banerjee
Last Updated:
Exhaust Fan Cleaning Tips: রান্নাঘরের এক্সহস্ট ফ্যান পরিষ্কার করা সাধারণত ঝামেলার কাজ, কারণ জমে থাকা তেল আর ধুলো তুলতে গেলে ফ্যান খুলতে হয়। কিন্তু এখন আর দুশ্চিন্তা নেই। নিমেষে না খুলেই হবে সাফ!
advertisement
1/9

ময়লা জমে কালো তেলচিটে হয়ে গিয়েছে এক্সহস্ট ফ্যান? উৎসবের মরশুমে নিমেষে হবে ঝাঁ চকচকে! করুন এই ছোট্ট কাজ। শিখলেই কেল্লাফতে!
advertisement
2/9
রান্নাঘরের এক্সহস্ট ফ্যান পরিষ্কার করা বেশ কঠিন কাজ। সাধারণত এই ধরনের ফ্যান খুলে ফেললেই তবেই ভালোভাবে ময়লা দূর করা যায়। দীর্ঘদিন ধরে রান্না করার ফলে তেল, মসলা ও বাষ্প জমে ফ্যানের জালি ও ব্লেডে আঠালো স্তর তৈরি করে। ধুলোবালি মিশে সেই ময়লা আরও শক্ত হয়ে যায়। ফলে ফ্যান পরিষ্কার করতে গেলে স্ক্রু খুলতে হয়, যা সময়সাপেক্ষ এবং কষ্টকর কাজ।
advertisement
3/9
অনেকে উৎসবের আগে বাড়ি ঝকঝকে করার সময় ফ্যান পরিষ্কার করতে গিয়ে বিপাকে পড়েন। কিন্তু এবার আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। এমন একটি ঘরোয়া উপায় রয়েছে যার মাধ্যমে একেবারেই ফ্যান না খুলেই মাত্র পাঁচ মিনিটে ঝকঝকে পরিষ্কার করে ফেলতে পারবেন।
advertisement
4/9
প্রথমে বুঝে নিন ফ্যান এত নোংরা হয় কেন। রান্নার সময় তেলের বাষ্প ও মসলার গন্ধ উপরে উঠে এসে ফ্যানে জমতে থাকে। এই বাষ্প ধীরে ধীরে শক্ত হয়ে জালি ও ব্লেডে পুরু আঠালো স্তর তৈরি করে।
advertisement
5/9
সময়ের সঙ্গে সঙ্গে ময়লা জমে এতটাই শক্ত হয় যে সাধারণভাবে পরিষ্কার করা প্রায় অসম্ভব হয়ে যায়। এবার দেখা যাক কীভাবে এই সমস্যার সমাধান করবেন।
advertisement
6/9
করবেন। ঘরেই পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে আপনি সহজেই এই ফ্যান পরিষ্কার করতে পারবেন। প্রয়োজন হবে—দুই চা চামচ বেকিং সোডা, এক চা চামচ লিকুইড ডিশওয়াশিং লিকুইড এবং সামান্য জল। এই উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন।
advertisement
7/9
প্রথমেই খেয়াল রাখবেন, পরিষ্কার করার আগে ফ্যানের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে হবে। এবার একটি পুরনো টুথব্রাশ বা ছোট ব্রাশ নিন এবং তৈরি করা পেস্ট ফ্যানের জালি, ব্লেড এবং ধারগুলোতে ভালোভাবে মাখিয়ে দিন। পেস্টটি অন্তত পাঁচ মিনিট ফ্যানে রেখে দিন। এতে জমে থাকা আঠালো ময়লা ও তেল নরম হয়ে যাবে।
advertisement
8/9
এরপর একটি ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছে ফেলুন। দেখবেন পেস্টের সঙ্গে সঙ্গে সমস্ত ময়লা, তেল ও ধুলো সহজেই উঠে আসছে। শেষে একটি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন, যাতে কোনও রকম আর্দ্রতা না থাকে।
advertisement
9/9
এর পরেই আপনার এক্সহস্ট ফ্যান একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল, ফ্যান খুলতে হবে না, সময়ও বাঁচবে। ঘরের মধ্যেই থাকা সস্তা উপকরণ দিয়ে সহজেই পরিষ্কার করা যাবে। তাছাড়া এতে কোনও ঝামেলাও নেই। ফলে আপনার রান্নাঘর দীপাবলির আগে আরও উজ্জ্বল ও ঝকঝকে হয়ে উঠবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
খুলতে হবে না! ৫ মিনিটে ঝকঝকে হবে রান্নাঘরের তেলচিটে ময়লা 'এক্সহস্ট' ফ্যান! করুন এই ছোট্ট কাজ