Cleaning Tips: তেল চিটচিটে রান্নাঘরের এগজস্ট ফ্যান? কোনও সিঁড়ি বা মইয়ের সাহায্য ছাড়াই এভাবে রোজ পরিষ্কার করে ফেলুন, দেখে নিন ম্যজিক টিপস...
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

বাথরুম হোক বা রান্নাঘর এই এগজস্ট ফ্যানের রমরমা সর্বত্র। বাথরুমের গন্ধ বা রান্নাঘরের তেল ঝাল মশলা টেনে বের করতে, এর সাহায্য ছাড়া উপায় নেই।
advertisement
2/5
অথচ এর উপরেই আমাদের নজর থাকে না। অনাদরে জমতে থাকে ধুলোর পরত। একদিন হঠাৎ করেই বিগড়ে যায়। তখনই সমস্যায় পড়ি আমরা। তাই প্রথম থেকেই একে পরিষ্কার করার উপায় জেনে নিন। তাও আবার মই ছাড়া।
advertisement
3/5
ঘরে মই দিয়ে উঠে এই ফ্যান পরিষ্কার করা সহজ নয়। তাই ডাষ্টিং ব্রাশ বা নেটের সাহায্যে পরিষ্কার করে নিন।
advertisement
4/5
এর জন্য প্রথমে ডাস্টিং ব্রাশটি দিয়ে ধুলো ঝেড়ে নিন। তারপর ব্রাশটি ভিজিয়ে নিন। এবার চেপে ভেজা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন।
advertisement
5/5
সিলিং ফ্যান পরিষ্কার করার জন্য অনেকে প্লাস্টিক ডাস্টারের ব্যবহার করেন। তা দিয়েও ফ্যান পরিষ্কার করতে পারেন। এতে মই বা সিঁড়িতে উঠতে হবে না।হাঙ্গারের সাহায্যও নিতে পারেন। সে ক্ষেত্রে একটা কাপড় জড়িয়ে ভাল করে মুছে নিতে পারেন। তবে পরিষ্কার করার সময় খেয়াল করবেন যাতে হাঙ্গার ভেঙে না যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cleaning Tips: তেল চিটচিটে রান্নাঘরের এগজস্ট ফ্যান? কোনও সিঁড়ি বা মইয়ের সাহায্য ছাড়াই এভাবে রোজ পরিষ্কার করে ফেলুন, দেখে নিন ম্যজিক টিপস...