Banarasi shopping: বিয়ের জন্য় বেনারসি কিনবেন? এই চারটে জিনিস মাথায় রাখুন, না হলেই কিন্তু ঠকে যেতে পারেন
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
লহেঙ্গা হোক বা হালফিলের ডিজাইনার শাড়ি, ট্রেন্ডের ভিড়েও এই শাড়িকে মাত দিতে এখনও কেউ পারেনি। তবে এই শাড়ি কেনার আগে এঅই তারটে বিষয়ে মাথায় রাখুন ।
advertisement
1/5

বিয়ের দিনে মেয়েদের বড় সাধের এই শাড়ি। লহেঙ্গা হোক বা হালফিলের ডিজাইনার শাড়ি, ট্রেন্ডের ভিড়েও এই শাড়িকে মাত দিতে এখনও কেউ পারেনি। তবে এই শাড়ি কেনার আগে কিছু বিষয়ে মাথায় রাখা দরকার। আপনাদের বিশেষ দিনটিকে আরও বিশেষ করার জন্য রইল সামান্য প্রচেষ্টা।
advertisement
2/5
শাড়ির নকশা ও ধরনে বেনারসির পার্থক্য ঘটে যায়। বেশিরভাগেরই কাতান বেনারসি বেসি পছন্দ করেন৷ কিন্তু এখন বাজারে অনেক ধরনের শাড়ি পাওয়া যায়, যেমন কোরা বেনারসি, জর্জেট বেনারসি, তানচোই বেনারসি৷ নিজের পছন্দ অনুযায়ী যে কোনও ধরনের বেনারসি বেছে নিন৷ তবে আগে থেকেই বাজেট ঠিক করে রাখুন৷
advertisement
3/5
অনেকে গিয়ে দোকানে গিয়ে রঙ বাছতে বসেন৷ সেটাও ঠিক হবে না৷ এত রঙ ও বেনারসির ভিড়ে হারিয়ে যেতে পারেন৷ তাই কী ধরনের বেনারসি চান বা কী রঙ পছন্দের সেই সম্বন্ধে আগে থেকেই একটা সম্যক ধারণা নিয়ে চলুন৷
advertisement
4/5
কোন সময়ে বিয়ে করছেন, তা মাথায় রেখে বেনারসি কেনা ভাল৷ শীতকালে আপনার পছন্দের মতো ভারী বেনারসি কিনতেই পারেন৷ কিন্তু গরমের বিয়ে হালকা বেনারসি কেনাই ভাল৷ এক্ষেত্রে লাল বেনারসির বদলে গোলাপি, পিচ রঙা কোনও হালকা বেনারসিও পছন্দ করে নিতে পারেন৷
advertisement
5/5
অনেকেই ট্রেন্ডে গা ভাসিয়ে শাড়ি কেনেন৷ ট্রেন্ড দেখে শাড়ি পছন্দ করা ভাল৷ কিন্তু নিজের শারীরিক গঠন অনুযায়ী কী ধরনের বেনারসিতে মানাবে তাও মাথায় রাখুন৷ আপনার শারীরিক গঠন যদি লম্বা ছিপছিপে হয়, তা হলে ভারী কাজের চওড়া পাড়ের শাড়ি পরতে পারেন৷ কিন্তু আপনার হাইট যদি একটু কম হয়, সেক্ষেত্রে সরু পাড়ওয়ালা শাড়ি বেছে নিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Banarasi shopping: বিয়ের জন্য় বেনারসি কিনবেন? এই চারটে জিনিস মাথায় রাখুন, না হলেই কিন্তু ঠকে যেতে পারেন