TRENDING:

Parenting Tips on Intimacy: 'মা-বাবার বিয়েতে আমি নেই কেন?' আচমকাই 'অস্বস্তিকর' প্রশ্ন বাচ্চার! ভ্যাবাচাকা না খেয়ে জানুন কোন বয়স থেকে যৌনশিক্ষা দেবেন

Last Updated:
Parenting Tips on Intimacy: সন্তানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা উচিত। তবেই তারা মন খুলে কথা বলবে। সমস্যা, উদ্বেগ এবং প্রশ্নগুলো জানতে পারবেন মা-বাবা।
advertisement
1/17
মা-বাবার বিয়েতে আমি নেই কেন? আচমকা প্রশ্ন বাচ্চার! কোন বয়স থেকে যৌনশিক্ষা দেবেন
Parenting Tips: ভারতীয় সমাজে যৌনতা নিয়ে আজও ছুঁৎমার্গ রয়েছে। প্রকাশ্যে এ নিয়ে আলোচনা একপ্রকার ‘নিষিদ্ধ’। ছোটদের সামনে তো একদমই নয়। কিন্তু শিশুমনেও কৌতূহলের অন্ত নেই।
advertisement
2/17
Parenting Tips: সবকিছুই তাদের জানতে হবে। বাবা-মার বিয়ের অ্যালবাম দেখে প্রশ্ন করে বসে, ‘এখানে আমি নেই কেন’? তারপর হাত-পা ছড়িয়ে কান্না। ব্যস, এবার ঠেলা সামলাও।
advertisement
3/17
Parenting Tips: এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাবা-মার গলদঘর্ম অবস্থা। ‘ঠাকুর এসে দিয়ে গিয়েছে’, কিংবা ‘পরি তোকে আমার কোলে দিয়ে গিয়েছিল’ মার্কা উত্তরের বেশি মুখ দিয়ে কিছু বের হয় না।
advertisement
4/17
Parenting Tips: এই উত্তরও ধোঁয়াশায় ভরা। শিশুর মন সন্তুষ্ট হয় না। অনেক বাবা-মা আবার উত্তর দেওয়ারও ধার ধারেন না। চোখ পাকিয়ে ‘পেকে যাচ্ছ’ বলে পিঠে দমাদ্দম কিল চড় বসিয়ে দেন।
advertisement
5/17
Parenting Tips: এতে হিতে বিপরীত হয়। ছোট শিশু তখন বন্ধুবান্ধবের সঙ্গে এই নিয়ে আলোচনা করে। এতে মাথা বিগড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে কী করা উচিত?
advertisement
6/17
Parenting Tips: বন্ধুর মতো মেশা: স্কুলে, পাড়ায় বাচ্চাদের অনেক বন্ধুবান্ধব থাকাটাই স্বাভাবিক। মা-বাবা বন্ধুর জায়গাটা নিতে পারবেন না। কিন্তু বন্ধুর মতো আচরণ করতে পারবেন। সন্তানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা উচিত। তবেই তারা মন খুলে কথা বলবে। সমস্যা, উদ্বেগ এবং প্রশ্নগুলো জানতে পারবেন মা-বাবা।
advertisement
7/17
Parenting Tips: সংক্ষেপে: যৌনতা বা ঋতুচক্র নিয়ে কথা উঠলে, এই সম্পর্কে ধারণা দেওয়া উচিত- লিঙ্গ, ঋতুচক্র এবং মানুষের শারীরিক সমস্যার প্রাথমিক তথ্য। সংক্ষেপে বলতে হবে, কারণ তাঁদের বয়স অল্প। যেমন, গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে ছোটবেলাতেই শেখানো উচিত।
advertisement
8/17
Parenting Tips: সরাসরি: এই বিষয়গুলো নিয়ে কথা বলার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত যে কোনও উত্তর অকপটে দেওয়া উচিত। কারণ এটা স্বাভাবিক। এর মধ্যে বিকৃতি নেই।
advertisement
9/17
Parenting Tips: সঠিক তথ্য তুলে ধরাটাই আসল কাজ। যদি সেই মুহূর্তে কোনও প্রশ্নের উত্তর না থাকে বা কীভাবে বলা উচিত বোঝা না যায়, তাহলে সন্তানের কাছ থেকে দু-একদিন সময় চেয়ে নিতে হবে। তারপর ভেবেচিন্তে উত্তর দেওয়া যায়। কিছু জানতে চাওয়ার কারণে বকাবকি বা মারধর করাটা উচিত নয় মোটেই।
advertisement
10/17
Parenting Tips: বাচ্চাদের খুব কম বয়সেই কৌতূহলী হওয়ার প্রবণতা সম্পর্কে কথা বলতে গিয়ে যৌনতা শিক্ষাবিদ এবং আনট্যাবু এডুকেশনের প্রতিষ্ঠাতা অঞ্জু কিশের কথা শুনে নিন।
advertisement
11/17
Parenting Tips: তিনি বলেন, ‘‘আমরাও ছোটবেলায় সবাই ডাক্তার-ডাক্তার খেলা খেলেছি, যা অন্য মানুষের শরীর সম্পর্কে কৌতূহল ছাড়া কিছুই নয়।’’
advertisement
12/17
Parenting Tips: কিশের মতে, নিজেদের ছেলেমেয়েদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে আমরা ভয় পাই, কারণ আমাদের মনে হয় যৌনশিক্ষা তাদের সারল্য কেড়ে নেবে। কিন্তু এর ফলেই বিভিন্ন সমস্যা দেখা দেয় তাদের মধ্যে।
advertisement
13/17
Parenting Tips: পাঁচ বছর থেকে ১৭-১৮ বছর শিশুদের জন্য বিভিন্ন বয়স-উপযুক্ত যৌন শিক্ষার ক্লাসের কথা উল্লেখ করেছেন। কিশের কথায়, ‘‘যৌন শিক্ষা একটি অত্যন্ত বিশাল ক্ষেত্র।’’
advertisement
14/17
Parenting Tips: ‘‘দুর্ভাগ্যবশত আমরা ‘যৌন শিক্ষা’-তে ‘সেক্স’ শব্দের প্রতি প্রতিক্রিয়া দেখাই এবং আমরা মনে করি এটি শুধুমাত্র যৌনতা নিয়ে কথা বলছে। কিন্তু এটি সত্য নয়।”
advertisement
15/17
Parenting Tips: যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা শুরু করার পরামর্শ দেন কিশ। “আপনি যখন শিশুকে তাদের শরীরের অঙ্গগুলির নাম শেখান তখনই শুরু হয়ে যাচ্ছে শিক্ষাদান। যে কোনও বয়সে এই কথোপকথন করতে পারেন।’’
advertisement
16/17
Parenting Tips: ‘‘তবে আমি বলব, দুই বছরের কম বয়সি একটি শিশুর সঙ্গে কথা বলা শুরু করুন। তাদের শরীরের অঙ্গ এবং তাদের শরীরের সমস্ত অঙ্গগুলি সম্পর্কে বলুন।
advertisement
17/17
Parenting Tips: ‘‘কিছুটা বড় হওয়ার সঙ্গে বয়ঃসন্ধি এবং তাদের সাথে ঘটে চলা ঘটনা নিয়ে কথা বলুন। ক্রাশ সম্পর্কে কথা বলুন। তারপরে অবশ্যই, যৌন ক্রিয়া, প্রজনন, প্রতিক্রিয়া, সুরক্ষা, এসটিআই, গর্ভাবস্থা সম্পর্কে কথা বলুন।”
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Parenting Tips on Intimacy: 'মা-বাবার বিয়েতে আমি নেই কেন?' আচমকাই 'অস্বস্তিকর' প্রশ্ন বাচ্চার! ভ্যাবাচাকা না খেয়ে জানুন কোন বয়স থেকে যৌনশিক্ষা দেবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল