Dooars Tourism: শীতের মরশুমে বক্সা জঙ্গলে ঘুরতে যেতে চাইছেন? কোন রুটে কীভাবে যাবেন, কত খরচ? জানুন বিস্তারিত
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dooars Tourism: বক্সা জঙ্গলে সাফারি অনন্য অনুভূতি এনে দেয় পর্যটকদের কাছে। বাঘ দেখার আশায় এই জঙ্গলে সাফারি করতে আসেন পর্যটকরা। তবে দেখা মেলে বিভিন্ন বন্য প্রাণীর।
advertisement
1/5

*আলিপুরদুয়ার, অনন্যা দে: বক্সা জঙ্গলে সাফারি অনন্য অনুভূতি এনে দেয় পর্যটকদের কাছে। বাঘ দেখার আশায় এই জঙ্গলে সাফারি করতে আসেন পর্যটকরা। তবে দেখা মেলে বিভিন্ন বন্যপ্রাণীর। বক্সা জঙ্গলের বিভিন্ন রুটগুলির সাফারি করতে কত টাকা খরচ হয় জেনে নিন...
advertisement
2/5
*বক্সা জঙ্গলের সাফারি মানেই জয়ন্তী। বক্সা টাইগার রিজার্ভের অন্তর্ভুক্ত জয়ন্তীকে কেন্দ্র করেই পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। বক্সা টাইগার রিজার্ভ ৭৬১ বর্গ কিমি এলাকা নিয়ে গঠিত। এত বড় এলাকা রক্ষণাবেক্ষণ-সহ সরকারি কাজকর্মের সুবিধার জন্য সমগ্র বক্সাকে দু-ভাগে ভাগ করা হয়েছে বক্সা টাইগার রিজার্ভ পূর্ব ও বক্সা টাইগার রিজার্ভ পশ্চিম ডিভিশন।
advertisement
3/5
*বক্সা জঙ্গলে চারটি সাফারি রুট রয়েছে চুনিয়া, মহাকাল, পোখড়ি, জয়ন্তী কোর সাফারি। অনেকটা সময় নিয়ে সাফারি হয় অর্থাৎ প্রায় এক ঘন্টা সাফারি হয় চুনিয়া ও জয়ন্তী কোর রুটে সাফারি হয়।
advertisement
4/5
*সময় বেশি লাগার কারণে চুনিয়া এবং জয়ন্তী কোর রুটের সাফারি ভাড়া বেশি। এই দুই রুটে গাড়ি ভাড়া ১৪৫০ টাকা, গাইড ভাড়া ৩৫০ টাকা। সব মিলে ১৭৫০ টাকা। একটি গাড়িতে মোট ৬ জন যেতে পারবেন। বাকি দুটি রুটে যেতে খরচ হয় কম। মহাকাল রুটে যেতে গাড়ি ভাড়া ১২৫০ টাকা। গাইড ভাড়া ৩৫০ টাকা। মোট খরচ ১৬০০ টাকা।
advertisement
5/5
*সবচেয়ে কম খরচ পোখড়ি রুটে যেতে। গাড়ি ভাড়া লাগে ৬৫০ টাকা। গাইড ভাড়া ৩৫০ টাকা। অর্থাৎ ১০০০ টাকাতে সম্পন্ন হচ্ছে জঙ্গল সাফারি। প্রতিটি রুটেই দেখা মেলে বন্যপ্রাণের। পাশাপাশি দেখা মেলে প্রচুর পাখির।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dooars Tourism: শীতের মরশুমে বক্সা জঙ্গলে ঘুরতে যেতে চাইছেন? কোন রুটে কীভাবে যাবেন, কত খরচ? জানুন বিস্তারিত