TRENDING:

BRA Health Care: দিনের পর দিন একই অন্তর্বাস পরছেন? আজই সাবধান হন! স্তনে মারণরোগ বাসা বাঁধতে পারে

Last Updated:
BRA Health Care: সঠিক মাপের অন্তর্বাস ব্যবহার করা উচিত। একটি অন্তর্বাসের মেয়াদ ৮-৯ মাস। দীর্ঘদিন ব্যবহার করলে তা থেকে স্তনের ক্ষতি হতে পারে। 
advertisement
1/11
দিনের পর দিন একই অন্তর্বাস পরছেন? আজই সাবধান হন! স্তনে মারণরোগ বাসা বাঁধতে পারে
*১৮৯৩ সালে 'ব্রা' শব্দটি প্রথম একটি মার্কিন সংবাদপত্রে ব্যবহার করা হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন লাইফস্টাইল ম্যাগাজিনে এবং অন্যান্য পত্রপত্রিকায় শব্দটির বহুল ব্যবহার শুরু হয় ব্রায়ের (bra)। কয়েক বছর পর অক্সফোর্ড অভিধানেও জায়গা করে নেয় শব্দটি৷ ফাইল ছবি।
advertisement
2/11
*পরিসংখ্যান ঘেঁটে দেখা গিয়েছে, আজও অধিকাংশ মহিলাই স্তনের সঠিক আকার না জেনে অন্তর্বাস ব্যবহার করেন। সেই সংখ্যাটা শতাংশের বিচারে  ৮০ শতাংশ। ফাইল ছবি।
advertisement
3/11
*১৯৩০ সালে এসএইচ ক্যাম্প কোম্পানি প্রথমবারের মতো ব্রা-তে কাপের আকার ডিজাইন তৈরি করে। ফাইল ছবি।
advertisement
4/11
*মহিলাদের অন্তর্বাস 'ব্রা'। আসলে শব্দটি ব্রেসিয়ার (Brassiere), 'ব্রা' তারই সংক্ষিপ্ত রূপ। ব্রেসিয়ার ফরাসি শব্দ থেকে এসেছে। ফাইল ছবি।
advertisement
5/11
*মহিলাদের পোশাকের অন্যতম 'ব্রা', যা অন্তর্বাস বলেই পরিচিত। দৈনন্দিন জীবনে অন্তর্বাস ছাড়া মহিলাদের বাড়ির বাইরে যাওয়া একপ্রকার অসম্ভব। ফাইল ছবি।
advertisement
6/11
*তবে অতীতের তুলনায় ব্রা-র ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে। শুরুতে ব্রা-তে কাপের আকার ছিল না। ফলে সেই সময় মহিলাদের নানা সমস্যায় পড়তে হতো। ফাইল ছবি।
advertisement
7/11
*আসলে ব্রা (BRA) একটি সংক্ষিপ্ত রূপ। 'ব্রা'-এর পূর্ণরূপ 'Breast Resting Area' অর্থাৎ 'স্তন বিশ্রামের এলাকা'। তবে একে বক্ষবন্ধনীও বলা হয়৷ ফাইল ছবি।
advertisement
8/11
*আসলে এই শব্দের অর্থ শিশুদের অন্তর্বাস, কিন্তু পরবর্তীতে মহিলাদের পোশাকের রূপ দেয়া হয়। ফাইল ছবি।
advertisement
9/11
*তবে যত সময় এগিয়েছে, মহিলাদের অন্তর্বাসের ডিজাইন পরিবর্তন হয়েছে। আজকাল বাজারে বিভিন্ন নামী-দামি ব্র্যান্ডের মহিলাদের অন্তর্বাস বিক্রি হয়। ফাইল ছবি।
advertisement
10/11
*বিশেষজ্ঞদের মতে, সঠিক মাপের অন্তর্বাস ব্যবহার করা উচিত। এমনকি একটা নির্দিষ্ট সময়ের পর আর সেই অন্তর্বাস ব্যবহার করা উচিৎ না। ফাইল ছবি।
advertisement
11/11
*একটি অন্তর্বাসের মেয়াদ ৮-৯ মাস। দীর্ঘদিন ব্যবহার করলে তা থেকে স্তনের ক্ষতি হতে পারে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
BRA Health Care: দিনের পর দিন একই অন্তর্বাস পরছেন? আজই সাবধান হন! স্তনে মারণরোগ বাসা বাঁধতে পারে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল