How do you know: টাটকা চিংড়ি কেনার টোটকা জানেন? চেহারাতেই ফাঁস হয়ে যায় মাছটা বাসি না ফ্রেশ...টিপস জানালেন স্বয়ং শেফ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কিন্তু, এমনও বহু মানুষ রয়েছে, তাঁরা হয়ত বাজারে গিয়ে টাটকা, সতেজ মাছটাই বেছে কিনতে জানেন না৷ এমন মানুষদের জন্য দুর্দান্ত ক’টা টিপস দিয়েছেন শেফ অজয় চোপড়া৷
advertisement
1/9

গরম ঘি ভাতের পাশে মাছ ভাজা খেতে পছন্দ করেন না এমন বাঙালি খুব কম জনই রয়েছে৷ মাছ রাঁধতে এবং মাছ খেতে চাওয়ার পাশাপাশি বাজারে মাছ কিনতেও ভারী পছন্দ করেন বহু মানুষ৷ সকাল সকাল বাজারে গিয়ে তরতাজা মাছ বেছে কেটে থলি ভরে বাড়ি আনার তৃপ্তিটাই আলাদা৷
advertisement
2/9
কিন্তু, এমনও বহু মানুষ রয়েছে, তাঁরা হয়ত বাজারে গিয়ে টাটকা, সতেজ মাছটাই বেছে কিনতে জানেন না৷ এমন মানুষদের জন্য দুর্দান্ত ক’টা টিপস দিয়েছেন শেফ অজয় চোপড়া৷
advertisement
3/9
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় অজয় চোপড়াকে এমন ৪ টিপস বলতে শোনা গিয়েছে, যার মাধ্যমে অতি সহজেই বুঝে ফেলা যায় মাছটা টাটকা না বাসি?
advertisement
4/9
প্রথম পরীক্ষা - মাছটিকে টিপে দেখুন৷ যদি দেখেন মাছের শরীরে আঙুল দিয়ে চেপে দেওয়া অংশটা আঙুল সরিয়ে নেওয়ার পরে স্বস্থানে ফিরে এসেছে, তাহলে বুঝবেন মাছটা টাটকা৷ কিন্তু, যদি দেখেন মাছে গায়ের যে জায়গায়টায় আঙুলের চাপ দিয়েছেন, সেটা তেমনভাবেই গর্ত রয়ে গেছে, তাহলে বুঝবেন মাছটা বাসি৷
advertisement
5/9
দ্বিতীয় পরীক্ষা - মাছটা টাটকা কি না, সেটা বোঝার জন্য মাছের চোখ একটা বড় সূত্র৷ মাছের চোখ উজ্জ্বল এবং চকচকে হলে বুঝবেন, মাছটা খুব বেশি আগে মরেনি৷ কিন্তু, চোখটা যদি ঝাপসা, ঘোলাটে হয়ে যায়, তাহলে বুঝবেন মাছটা বাসি৷
advertisement
6/9
তৃতীয় পরীক্ষা - মাছের ফুলকার রঙ দেখেও বোঝা যায় মাছটা টাটকা না বাসি৷ ফুলকার রঙ যদি গোলাপি বা লাল হয়, বুঝবেন মাছটা টাটকা৷ কিন্তু, ফুলকার রঙ বাদামী বা কালো হয়ে গেলে মাছটা পুরনো৷
advertisement
7/9
চতুর্থ পরীক্ষা- গোটা মাছ হাতে তুলে নিয়ে ঝুলিয়ে দেখলে যদি দেখেন মাছটা টানটান ভাবে ঝুলছে, বুঝবেন সেটা টাটকা মাছ৷ কিন্তু, মাছটা ঝুলিয়ে যদি দেখেন তা থলথল করছে, তাহলে সেটা বাসি৷
advertisement
8/9
পঞ্চম পরীক্ষা- চি়ংড়ি কেনার সময় আমরা অনেকেই বুঝতে পারি না চিংড়িটা তাজা না বাসি৷ তাই চিংড়ি খেয়ে পেটের সমস্যা হয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়শই ঘটে থাকে৷ শেফ অজয় চোপড়া জানাচ্ছেন, চিংড়ি টাটকা কি না, তা বোঝার জন্যেও রয়েছে টিপস৷ চিংড়ি কেনার আগে অবশ্যই সেটি হাতে নিয়ে দেখুন তার খোলা শক্ত কি না৷ খোলা শক্ত হলে জানবেন, চিংড়িটা টাটকা৷ কিন্তু, খোলা নরম হয়ে গেলেই বুঝতে হবে সেটা বাসি৷ করতে পারেন আরও একটি পরীক্ষা৷
advertisement
9/9
চিংড়ির মাথা এবং শরীরের আস্তরণ সাদা থাকে তাহলে সেটা টাটকা৷ কিন্তু, যদি তা কালো হতে শুরু করে, তাহলে এর অর্থ হল চিংড়িগুলো বাসি হয়ে গেছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
How do you know: টাটকা চিংড়ি কেনার টোটকা জানেন? চেহারাতেই ফাঁস হয়ে যায় মাছটা বাসি না ফ্রেশ...টিপস জানালেন স্বয়ং শেফ