Hair Fall Control Tips: চুল পড়ার সমস্যা কিছুতেই যাচ্ছে না? ব্যবহার করুন এই কম দামি পাতা, ম্যাজিকের মতো কাজ করবে
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
এমনিতেই কথায় আছে তেলে চুল তাজা। কিন্তু সেই তেলের সঙ্গে যদি কারি পাতা মেশে, তাহলে চুলের লাভ বই ক্ষতি হবে না।
advertisement
1/5

চুল পড়া আমাদের বড় সমস্যা। বিশেষ করে দূষণের ফলে অথবা কেমিক্যালের ব্যবহার এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। তার জন্য তেলের কোনও বিকল্প নেই।
advertisement
2/5
এমনিতেই কথায় আছে তেলে চুল তাজা। কিন্তু সেই তেলের সঙ্গে যদি কারি পাতা মেশে, তাহলে চুলের লাভ বই ক্ষতি হবে না।
advertisement
3/5
আয়ুর্বেদ বিশেষজ্ঞ ভুবনেশ পান্ডে জানান এই পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন বি পাওয়া যায়। তাছাড়াও এই পাতায় পর্যাপ্ত আমাইনো আসিড থাকায় চুলের হারানো ঔজ্জ্বল্য ফিরে আসে। এই পাতায় ক্যালসিয়াম, ফসফরাস থাকায় চুল পড়াও রোধ করে ।
advertisement
4/5
টোনার তৈরি করার জন্য একটা পাত্রে জল দিন। তাতে কারিপাতা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ ধরে ফোটান৷
advertisement
5/5
কারি পাতার তেল তৈরির জন্য একটা পাত্রে সর্ষের তেল, নারিকেল তেল দিন। এবার তাতে কারি পাতা ও মেথি দিয়ে অল্প আঁচে ফোটান। তাহলেই তৈরি এই বিশেষ তেল৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Fall Control Tips: চুল পড়ার সমস্যা কিছুতেই যাচ্ছে না? ব্যবহার করুন এই কম দামি পাতা, ম্যাজিকের মতো কাজ করবে