Skin Black Spot: ঘরোয়া প্যাকেই দূর করুন হাত পায়ের কালো ছোপ দাগ
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
এই প্যাকের সাহায্যে সহজেই দূর করুন মুখ ও হাতের কালো ছাপ ৷
advertisement
1/6

ওষুধ ছাড়াই কালো দাগ দূর করতে চান? কিছু উপায় অবলম্বন করলেই এই কালো দাগের হাত থেকে সহজেই মুক্তি মিলবে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
জলে এক চামচ চিনি মিশিয়ে ফোটানোর পর ঠান্ডা করে সেই চিনির রস লেবুর গায়ে মাখিয়ে কালো দাগের উপর লাগিয়ে মিনিট দশ এরপর ভালো করে ধুয়ে নেন।
advertisement
3/6
এক চামচ অলিভ অয়েল ও হাফ চামচ চিনির রস মিশিয়ে কোন এর উপর লাগিয়ে রাখুন। মিনিট দশেক পর চিনির রস টেনে গেলে ধুয়ে নিন।
advertisement
4/6
এক চামচ টক দই এক চামচ বেসন ভালো করে মিশিয়ে তার উপর লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করুন, পাঁচ মিনিট এই প্যাক লাগিয়ে রাখুন কালো দাগে। শুকিয়ে গেলে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।
advertisement
5/6
এই সমস্ত ঘরোয়া প্যাকগুলি সপ্তাহে তিন চার দিন ব্যবহার করলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ভালো ফল মিলবে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।
advertisement
6/6
তাহলে আর দেরি না করে, ঘরোয়া পদ্ধতিতেই দূর করুন হাত পায়ের কালো ছোপ দাগ।