TRENDING:

Homemade Face Glow Tips: মা-দিদিমার ঘরোয়া টোটকায় স্কিন হবে তুলতুলে! জানুন সহজ উপায়, বাঁচবে পার্লারের খরচ

Last Updated:
Homemade face wash tips: পার্লারে ফেসিয়ালে টাকা নষ্ট করবেন কেন যখন বাড়িতে রয়েছে এই জিনিসগুলো
advertisement
1/6
মা-দিদিমার ঘরোয়া টোটকায় স্কিন হবে তুলতুলে!রইল সহজ উপায়,বাঁচবে পার্লারের খরচ
ঘরে তৈরি ফেস ওয়াশ: ঘরে তৈরি অনেক জিনিসই রয়েছে যা খুবই সস্তার, তবে এগুলো দিয়ে মুখ ধোবার সময় ব্যবহারে মুখ উজ্জ্বল হয় এবং ত্বকের মৃত কোষ দূর হয়।
advertisement
2/6
ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে অনেক কিছুই ব্যবহার করা হয়৷ কিন্তু মুখ পরিষ্কারের সব ধাপগুলি ঠিক করে ব্যবহার না করতে পারলে সেভাবে উজ্জ্বল্য আসবে না৷ আপনি যদি আপনার মুখ সঠিকভাবে না ধুয়ে থাকেন তবে কোনও ময়েশ্চারাইজার বা ক্রিমও সঠিক প্রভাব দেখাবে না৷ এই সময় ভরসা রাখুন ঘরোয়া ব্যবস্থায় কারণ এতেই সম্পূর্ণভাবে ত্বক থাকবে ভাল ও মসৃণ৷ কী কী দিয়ে তৈরি হবে ঘরোয়া ফেসওয়াশ৷
advertisement
3/6
দুধকাঁচা দুধ ত্বকের জন্য খুবই ভাল৷ কাঁচা দুধ মুখে লাগালে ত্বকের মরা কোষ বা ডেড সেল দূর হয় এবং মুখের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়৷ কীভাবে মুখ পরিষ্কার করবেন?একটি পাত্রে কাঁচা দুধ নিয়ে তাতে তুলো ডুবিয়ে মুখে ভাল করে ঘষে নিন। এতে মুখের ময়লা উঠে যবে।
advertisement
4/6
টমেটোটমেটোর রস স্কিনের জন্য দারুণ!এর ক্লিনজিং বৈশিষ্ট্য ত্বকে ভাল প্রভাব দেখায়। একটি পাত্রে টমেটোর রস নিয়ে হাল্কা করে মুখে লাগান৷ ১৫ মিনিট রাখার পর মুখ ধুয়ে ফেলুন। ত্বকে আভা দেখা দিবেই দেবে৷
advertisement
5/6
মধুরুক্ষ-শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে মুখে মধু লাগান। এর অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি ত্বক মোলাম করে৷ ভেজা তুলো দিয়ে মুখে মধু লাগিয়ে আলতো করে ঘষুন৷ তারপর ধুয়ে ফেলুন। ত্বক হয়ে ওঠে কোমল৷
advertisement
6/6
বেসনবহুদিন ধরে ত্বকের যত্নের জন্য বেসন ব্যবহার করা হত৷ বেসনের সঙ্গে গোলাপজল বা জল মিশিয়ে পেস্ট তৈরি করুন৷ দইও দেওয়া যায়৷ কয়েক মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন৷ ব্যাস! ত্বক উজ্জ্বল হতে শুরু করবে এবং খুব সুন্দর দেখাবে। তবে বেসন দিয়ে মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Homemade Face Glow Tips: মা-দিদিমার ঘরোয়া টোটকায় স্কিন হবে তুলতুলে! জানুন সহজ উপায়, বাঁচবে পার্লারের খরচ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল