Home Remedy: এই মশলা বয়সের চাকা ঘুরিয়ে দেয়, ত্বক করে টানটান, মেটায় বলিরেখা, গায়েব হয় মুখের দুর্গন্ধ
- Published by:Rukmini Mazumder
 - hyperlocal
 - Reported by:ANIRBAN ROY
 
Last Updated:
 ত্বক বুড়িয়ে যাচ্ছে? নিত্যদিন পার্লারে ছুটছেন? মাখছেন নামীদামি ক্রিম-লোশন? কিন্তু মাথায় রাখবেন,সব কসমেটিক্সের-ই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। কাজেই এসব কেমিক্যাল প্রডাক্ট নয়, বয়সের ছাপ ঠেকিয়ে রাখবে এই একটা মশলা
advertisement
1/5

 ত্বক বুড়িয়ে যাচ্ছে? নিত্যদিন পার্লারে ছুটছেন? মাখছেন নামীদামি ক্রিম-লোশন? কিন্তু মাথায় রাখবেন,সব কসমেটিক্সের-ই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। কাজেই এসব কেমিক্যাল প্রডাক্ট নয়, বয়সের ছাপ ঠেকিয়ে রাখবে ছোট এলাচ। সকালে খালিপেটে এলাচ ভেজানো জল খেলে ত্বক থাকবে টানটান, কমবে বলিরেখা।
advertisement
2/5
মুখে খুব বেশি দুর্গন্ধ হয়? একটি এলাচ চিবোতে থাকুন। এলাচ মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়াগুলি ধ্বংস করে। এ ছাড়াও মাড়ির ইনফেকশন, মুখের ফোড়া-সহ দাঁত ও মাড়ির নানা সমস্যা থেকে রক্ষা করে।
advertisement
3/5
শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করে এলাচ। এলাচ অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। সর্দি-কাশির সমস্যাতেও এলাচ খেলে সুফল পাবেন। যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে, তাঁরা রোজ এলাচ জল খেলে উপকার পাবেন।
advertisement
4/5
এলাচ পেটের নানা সমস্যা এবং হজমের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। গরমে কমবেশি সকলেই হজমের সমস্যায় ভোগেন। এলাচ বিপাকতন্ত্রকে সক্রিয় রাখে এবং হজমে সাহায্য করে। গরমে বুক জ্বালা, বমি বমি ভাব থেকে মুক্তি পেতে এলাচ মুখে দিন।
advertisement
5/5
অনেক সময়ে ভারী কোনও জিনিস তুলতে গেলেই পেশিতে টান ধরে। এ ক্ষেত্রে ছোট বা বড় এলাচ গরম জলে ফুটিয়ে খেলে তত্ক্ষণাত্ উপশম মেলে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Home Remedy: এই মশলা বয়সের চাকা ঘুরিয়ে দেয়, ত্বক করে টানটান, মেটায় বলিরেখা, গায়েব হয় মুখের দুর্গন্ধ