TRENDING:

Travel Constipation: বেড়াতে গেলেই কোষ্ঠকাঠিন্য? অস্বস্তিতে শরীর আইঢাই? রইল সমস্যা মোকাবিলার সহজ উপায়

Last Updated:
আচমকা খাবারের ধাঁচে পরিবর্তন, এক্সারসাইজ, আবহাওয়ার পরিবর্তনের মতো একাধিক কারণে কোষ্ঠকাঠিন্য হয়! কিন্তু অনেকেই বেড়াতে গিয়ে কোষ্ঠকাঠিন্যে ভোগেন! চিকিৎসা-বিজ্ঞানে একে বলে 'ট্র্যাভেল কনস্টিপেশন' বা ‘ভ্যাকেশন-ইনডিউস্ড কনস্টিপেশন (ভিআইসি)’! নতুন জায়গার খাবার পেটে সহ্য না হলে অনেকের ডায়রিয়া বা গ্যাসের সমস্যাও হয়। এই সমস্যাগুলো সরাসরি বেড়াতে যাওয়ার সঙ্গেই সম্পর্কিত।
advertisement
1/7
বেড়াতে গেলেই কোষ্ঠকাঠিন্য? অস্বস্তিতে শরীর আইঢাই? রইল সমস্যা মোকাবিলার সহজ উপায়
আচমকা খাবারের ধাঁচে পরিবর্তন, এক্সারসাইজ, আবহাওয়ার পরিবর্তনের মতো একাধিক কারণে কোষ্ঠকাঠিন্য হয়! কিন্তু অনেকেই বেড়াতে গিয়ে কোষ্ঠকাঠিন্যে ভোগেন! চিকিৎসা-বিজ্ঞানে একে বলে 'ট্র্যাভেল কনস্টিপেশন' বা ‘ভ্যাকেশন-ইনডিউস্ড কনস্টিপেশন (ভিআইসি)’! নতুন জায়গার খাবার পেটে সহ্য না হলে অনেকের ডায়রিয়া বা গ্যাসের সমস্যাও হয়। এই সমস্যাগুলো সরাসরি বেড়াতে যাওয়ার সঙ্গেই সম্পর্কিত।
advertisement
2/7
বেড়াতে যাওয়া মানেই রোজ বাইরে খাওয়া! এতে অন্ত্রের সংবেদনশীল ব্যাকটেরিয়া হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। পাশাপাশি, রোজের জীবনে সব কাজই রুটিনে বাঁধা, মলত্যাগের সময়ও তার ব্যতিক্রম নয়। বেড়াতে গেলে সবকিছুই উল্টোপাল্টা হয়ে যায়। তাই শরীর অনেকসময়েই নতুন রুটিনের সঙ্গে মানিয়ে নিতে পারে না!
advertisement
3/7
জনসাধারণের শৌচাগার সাধারণত নোংরা হয়, ব্যক্তিগত শুচিবায়ুগ্রস্ততাও এখানে বিশাল ভূমিকা পালন করে। নিজস্ব শৌচাগার অন্যের সঙ্গে ভাগাভাগি করতে যাদের অনীহা, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশ প্রকট। আর বেড়াতে গেলে সবসময় পরিষ্কার শৌচাগার পাওয়াও যায় না।
advertisement
4/7
পরিত্রাণের উপায় ? বেড়াতে গিয়ে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা কঠিন। তবে খেয়াল রাখুন, বেশি চা-কফি যাতে না খাওয়া হয়। সম্ভব হলে দই, আঁশযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন।
advertisement
5/7
বেড়াতে গিয়ে কঠিন হলেও, মলত্যাগের দৈনন্দিন রুটিন মেনে চলার চেষ্টা করুন।
advertisement
6/7
যানবাহনে দীর্ঘক্ষণ থাকার ক্ষেত্রে যতটা সম্ভব নড়াচড়ার মধ্যে থাকুন। এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকলে মল অপসারণের পথে বাধা পায়। তাই সম্ভব হলেই হাঁটাহাঁটি বা শরীর টানটান করার চেষ্টা করুন।
advertisement
7/7
প্রচুর জল খান, এতে শরীরের আদ্রতা বজায় থাকবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel Constipation: বেড়াতে গেলেই কোষ্ঠকাঠিন্য? অস্বস্তিতে শরীর আইঢাই? রইল সমস্যা মোকাবিলার সহজ উপায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল