Beauty Tips to Clean Underarms: মাত্র ৭দিনেই Superhit পারফরম্যান্স! রান্নাঘরের ‘এই’ জিনিস আন্ডারআর্মের কালো ছোপ উঠাও করবে নিমেষে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Beauty Tips to Clean Underarms: স্লিভলেস, অফ শোল্ডার বা হল্টার নেক পোশাক পরতেও বেশ অস্বস্তি হয়। তাই এই দাগকে এবার বলুন বাই বাই। মাত্র চারটি ঘরোয়া উপাদানেই বগলের কালো ছাপ দূর করুন।
advertisement
1/7

গ্রীষ্ম হোক বা শীত, কালো আন্ডারআর্ম সকলেরই দুশ্চিন্তার কারণ। নাছড়বান্দা এই দাগ যেতেই চায় না। ওয়াক্সিং, হেয়ার রিমুভার, ওয়াক্সিং স্ট্রিপ ব্যবহার করেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন।
advertisement
2/7
স্লিভলেস, অফ শোল্ডার বা হল্টার নেক পোশাক পরতেও বেশ অস্বস্তি হয়। তাই এই দাগকে এবার বলুন বাই বাই। মাত্র চারটি ঘরোয়া উপাদানেই বগলের কালো ছাপ দূর করুন।
advertisement
3/7
সকলের রান্নাঘরেই কমবেশি বেকিং সোডা থাকে। বেকিং সোডার সঙ্গে কিছু জিনিস মিশিয়ে তৈরি করে ফেলুন এই দুটি প্যাক। দু-সপ্তাহে ফিরবে জেল্লা।
advertisement
4/7
১. বেকিং সোডা দিয়ে স্ক্রাব তৈরি করুন- ২ চা চামচ বেকিং সোডা এবং ১ চা চামচ জল। প্রথমে একটি বাটি নিয়ে দুটো উপকরণই মিশিয়ে নিন। এবার আন্ডারআর্মের কালো জায়গায় আলতো করে স্ক্রাব করুন।
advertisement
5/7
স্ক্রাব করার পরে, এটি ২৫-৩০ মিনিটের জন্য রেখে দিন এবং তারপরে হালকা গরম জল দিয়ে আন্ডারআর্মগুলি পরিষ্কার করুন।
advertisement
6/7
২. বেকিং সোডা, ময়দা এবং দই পেষ্ট ব্যবহার করুন- ১ চা চামচ বেকিং সোডা, ১ চা চামচ ময়দা, ১ চা চামচ দই। প্রথমে একটি পাত্রে উল্লেখিত উপকরণগুলো মিশিয়ে নিন।
advertisement
7/7
পেস্ট তৈরি হয়ে গেলে আন্ডারআর্মে লাগিয়ে ২০ মিনিট শুকাতে রেখে দিন। তারপর হালকা গরম জল দিয়ে আন্ডারআর্মগুলি পরিষ্কার করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Beauty Tips to Clean Underarms: মাত্র ৭দিনেই Superhit পারফরম্যান্স! রান্নাঘরের ‘এই’ জিনিস আন্ডারআর্মের কালো ছোপ উঠাও করবে নিমেষে