TRENDING:

Home remedies for thick eyebrows: পাতলা ভুরুর জন্য ভরসা কাজলপেন্সিল? ঘরোয়া টোটকায় নিমেষে ঘন করুন ভ্রুপল্লব

Last Updated:
দু’টি ভুরু ফের মোটা করে তোলার জন্য রইল কিছু ঘরোয়া সমাধান৷(Home remedies to thicken your eyebrows)
advertisement
1/6
পাতলা ভুরুর জন্য ভরসা কাজলপেন্সিল? ঘরোয়া টোটকায় নিমেষে ঘন করুন ভ্রুপল্লব
ভ্রুয়ের সৌন্দর্যের উপর নির্ভর করে মুখমণ্ডলের সৌন্দর্য৷ প্লাক করা সরু ভুরু নয়৷ এখন ফ্যাশনদুরস্ত হল মোটা ভ্রুযুগল৷ কাজল বা আইব্রো পেন্সিল দিয়ে যতই আঁকুন না কেন, স্বাভাবিকভাবে মোটা ভ্রু থাকার সুবিধেই আলাদা৷ দীর্ঘ দিন ধরে প্লাকিং, থ্রেডিং, ওয়্যা্ক্সিং, লেসার ট্রিটমেন্টের ফলে ভ্রুযুগল পাতলা হয়ে আসে৷ দু’টি ভুরু ফের মোটা করে তোলার জন্য রইল কিছু ঘরোয়া সমাধান৷(Home remedies to thicken your eyebrows)
advertisement
2/6
চুলের জন্য তেলের কোনও বিকল্প নেই৷ ক্যাস্টর অয়েল, নারকেল তেল, অলিভ অয়েল-সহ নানা ধরনের তেলে মাসাজ করুন ভুরুতে৷ তেলের দরকারি পুষ্টিমূল্য, ভিটামিন, ফ্যাটি অ্যাসিড ভুরুকে করে তোলে পুরু৷ অলিভ অয়েলের ভিটামিন ই ভুরুকে ঘন করে তোলে৷
advertisement
3/6
চুল পড়া বন্ধ করে নতুন চুল জন্মাতে সাহায্য করে কাঁচা পেঁয়াজের রস৷ এই টোটকা ব্যবহার করতে পারেন চুলের জন্যেও৷
advertisement
4/6
নতুন চুল জন্মাতে সাহায্য করে ডিমের কেরাটিন৷ ডিমের কুসুমে আছে বায়োটিন, যা ভুরুর জন্যেও উপকারী৷ ডিমের সাদা অংশও ভুরুতে দেওয়া যায়৷ এই টোটকা সপ্তাহে দু’বার প্রয়োগ করুন সেরা ফল পেতে৷
advertisement
5/6
ত্বক ও চুলের জন্য পেট্রোলিয়াম জেলি অনবদ্য৷ আর্দ্রতা বজায় রেখে চুলে জলের যোগান দেয় পেট্রোলিয়ম জেলি৷ দু’টি ভ্রূয়ের ঘনত্ব বাড়াতে ব্যবহার করুন পেট্রোলিয়াম জেলি৷ সার দিনে দু থেকে তিন বার এই রূপটান অনুসরণ করুন৷
advertisement
6/6
যদি দেখেন ভুরুতে হেয়ারগ্রোথ কম, তাহলে প্লাকিং বা অন্য কোনও পদ্ধতি প্রয়োগ করবেন না৷ ঘরোয়া পদ্ধতিতে আগে হেয়ার গ্রোথ বাড়িয়ে নিন তিন মাসে৷ তার পর আবার আইব্রোজ প্লাক করুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Home remedies for thick eyebrows: পাতলা ভুরুর জন্য ভরসা কাজলপেন্সিল? ঘরোয়া টোটকায় নিমেষে ঘন করুন ভ্রুপল্লব
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল