Teeth Sensitivity : ঠান্ডা বা গরম কিছু খেলেই দাঁতে অসহ্য যন্ত্রণা? মুক্তি পেতে জানুন ঘরোয়া টোটকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Teeth Sensitivity : অনেকেরই ঠান্ডা বা গরম কিছু খেলেই দাঁতে শিরশিরানি থেকে অসহ্য যন্ত্রণা শুরু হয়। তখন এদিক ওদিক সবই গেল।
advertisement
1/10

গরমে তৃষ্ণার শান্তি ঠান্ডা জল বা অন্য শীতল পানীয়ে। কিন্তু অনেকেরই ঠান্ডা বা গরম কিছু খেলেই দাঁতে শিরশিরানি থেকে অসহ্য যন্ত্রণা শুরু হয়। তখন এদিক ওদিক সবই গেল।
advertisement
2/10
এই ঘটনার পোশাকি নাম টিথ সেনসিটিভিটি। দাঁত অত্যন্ত স্পর্শকাতর হয়ে পড়ে। নানা কারণে দাঁত দুর্বল হয়ে পড়তে পারে।
advertisement
3/10
এনামেল ক্ষয়ে যাওয়া, দাঁতের দু’পাটির মধ্যে ঘষার অভ্যাস বা দাঁত কিরমির করা, অত্যধিক অ্যাসিডিটি, দাঁতে ক্যাভিটি-সহ নানা কারণে দাঁত সেনসিটিভ হয়ে পড়ে।
advertisement
4/10
যন্ত্রণা থেকে মুক্তি পেতে সবার আগে টুথপেস্ট বদলান। সেনসিটিভ দাঁতের জন্য বিশেষ টুথপেস্ট ও নরম ব্রিসলের টুথব্রাশ ব্যবহার করুন।
advertisement
5/10
টকজাতীয় খাবার খাওয়া বন্ধ করুন। এতে এনামেল দ্রুত ক্ষয়ে যায়।
advertisement
6/10
হোয়াইটেনিং টুথপেস্ট বা অ্যালকোহল বেসড মাউথওয়াশ ব্যবহার করলে সমস্যা বাড়তে পারে।
advertisement
7/10
রাতে খাওয়ার ২০ মিনিট পর অবশ্যই ভাল করে দাঁত মাজুন। দাঁত কিরমির করার অভ্যাস থাকলে টুথগার্ড পরতে হবে।
advertisement
8/10
নুন জলে গার্গল করলে সেনসিটিভ দাঁতের সমস্যা কমতে পারে।
advertisement
9/10
ঘরোয়া টোটকাতে কাজ না হলে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নিন।
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Teeth Sensitivity : ঠান্ডা বা গরম কিছু খেলেই দাঁতে অসহ্য যন্ত্রণা? মুক্তি পেতে জানুন ঘরোয়া টোটকা