Home Remedies: গরমে সাপের উপদ্রব বাড়ে, ঘরোয়া উপায়ে তাড়াতে কী করবেন জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
Home Remedies: বাড়ির আশপাশে গাছ-গাছালি একটু বেশি থাকলে ঘরে সাপ ঢুকে যাওয়া খুবই পরিচিত ঘটনা।
advertisement
1/7

গরম পড়লেই সাপখোপ, পোকামাকড়, মশার উপদ্রব বাড়তে শুরু করে। শীতঘুম শেষে সব মাথাচাড়া দিয়ে উঠবে। বাড়ির আশপাশে গাছ-গাছালি একটু বেশি থাকলে ঘরে সাপ ঢুকে যাওয়া খুবই পরিচিত ঘটনা। আর গ্রীষ্মের দাবদাহ কমাতে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা গড়ালে তো কথাই নেই।
advertisement
2/7
ছাদ ভরা গাছের টবে বৃষ্টির ফোঁটা দেখার মজা যেমন বর্ষায় রয়েছে, তেমনই আবার সেই টবের ফাঁকে লুকিয়ে থাকা সাপও কিন্তু আতঙ্কের সঞ্চার করে থাকে। কীভাবে ঘরোয়া উপায়ে সাপ তাড়াবেন জানুন।
advertisement
3/7
সাপ তাড়ানোর মোক্ষম অস্ত্র হল কার্বলিক অ্যাসিড। বাড়ির আশপাশে যদি কার্বলিক অ্যাসিড ছড়িয়ে নিতে পারেন, তাহলে সাপের আনাগোনা কমতে পারে। এছাড়াও বলা হয় অন্ধকারে পায়ের আওয়াজ করে চললে সাপের আনাগোনা কমতে থাকে।
advertisement
4/7
কার্বলিক অ্যাসিড যদি হাতের কাছে না পান, তাহলে সাপের আনাগোনার ওই জায়গায় ছড়িয়ে দিন সালফারের গুঁড়ো। এতেই চলে যাবে সাপ। সালফারের গুঁড়ো সাপের চামড়ায় জ্বালা ধরিয়ে দেয়। ফলে সাপ সেদিকে খুব একটা এগিয়ে যায় না।
advertisement
5/7
বাড়িতে যদি কার্বলিক অ্যাসিড না থাকে, তাহলে বাড়ির আশপাশে ছড়িয়ে দিতে পারেন থেঁতো করা রসুন। রসুন বেঁটে নিয়ে তার সঙ্গে সরষের তেল মিশিয়ে নিন। তা রেখে দিন একদিন। সেই মিশ্রণ বাড়ির চারপাশে ছিটিয়ে দিন। এতে সাপ ও পোকামাকড়ের উপদ্রব কমবে অনেকটা।
advertisement
6/7
হাতের কাছে কার্বলিক অ্যাসিড না পেলেও ন্যাপথলিন গুঁড়ো করে দিতে পারেন। এতে সাপ দূরে চলে যায়। এছাড়াও বাড়ির আশপাশে যদি জলা জায়গা থাকে, বা অনেকদিন কোথাও জল জমে থাকে, সেখানে একটু ভিনিগার ছড়িয়ে দিতে পারেন। তাহলে সাপ সেই জায়গায় লুকিয়ে থাকলে সরে যাবে।
advertisement
7/7
প্রতিদিন কাজ শেষে রান্নাঘর, বাথরুম ও বাড়ির অন্যান্য ঘরের নর্দমার মুখ আটকে রাখুন। বেশির বাগ সময়ে এ সব দিয়েই ঢোকে ব্যাঙ-ইঁদুর। ঘরে যাতে সাপ ঢুকতে না পারে, সে জন্য খেয়াল রাখুন বাড়ির কোথাও কোনও ফাঁকফোকর থেকে যাচ্ছে কি না। সে সব আগে বন্ধ করুন।