TRENDING:

এই সহজ কাজগুলো করুন, এক রাতেই পালাবে বাড়ির সব ইঁদুর

Last Updated:
advertisement
1/7
এই সহজ কাজগুলো করুন, এক রাতেই পালাবে বাড়ির সব ইঁদুর
জামাকাপড় থেকে বইখাতা, ইঁদুরের হাত থেকে এদের বাঁচিয়ে রাখা বেশ কষ্টকর কাজ। ঝাঁ চকচকে পরিষ্কার ঘরেও প্রায়ই হানা দেয় ইঁদুর। কীটনাশক বা পেস্ট কন্ট্রোল সার্ভিসের সাহায্যে ইঁদুর সাময়িক দূর হলেও, কিছু দিন পরেই ফের শুরু হয় আক্রমণ। ঘরোয়া উপায় অবলম্বন করলে ইঁদুর বাড়িছাড়া হবে সহজেই। (Photo collected)
advertisement
2/7
লবঙ্গের ঝাঁঝালো গন্ধ ইঁদুরের অত্যন্ত অপ্রিয়। একটা নরম কাপড়ে বেশ কয়েকটি লবঙ্গ জড়িয়ে ঘরের যে সব জায়গায় ইঁদুরের উৎপাত বেশি সেখানে রেখে দিন। ইঁদুর আর ওমুখো হবে না। (Photo collected)
advertisement
3/7
ইঁদুর লাল লঙ্কার ঝাঁজ সহ্য করতে পারে না। নরম কোনও কাপড়ে লাল লঙ্কাগুঁড়ো পুরে দিন। এ বার ঘরের যে সব জায়গা দিয়ে ইঁদুর প্রবেশ করে সেখানে রেখে দিন। (Photo collected)
advertisement
4/7
ইঁদুরের গর্তের মুখে পেঁয়াজ কেটে রেখে দিন আর এতেই কাজ হয়ে যাবে। (Photo collected)
advertisement
5/7
কোনো ইঁদুর যদি শুকনো গোবর খেয়ে ফেলে তবে তার মৃত্যু ঠেকানো যাবে না। (Photo collected)
advertisement
6/7
পিপারমিন্ট তেলে ডুবিয়ে রাখুন তুলো। পিপারমিন্টের গন্ধ একেবারেই সইতে পারে না ইঁদুর। তুলোর এমন ছোট ছোট বল ঘরের বিভিন্ন জায়গায় রাখলে তা সহজেই দূর করবে ইঁদুরের উৎপাত।(Photo collected)
advertisement
7/7
বেকিং সোডার গন্ধও ইঁদুরের অত্যন্ত অপছন্দের। ঘরের নানা কোনায় বেকিং পাউডার ছড়িয়ে রাখুন। সকালে ঝাঁট দিয়ে দিন। ইঁদুরের প্রবেশ রুখে যাবে সহজেই। (Photo collected)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
এই সহজ কাজগুলো করুন, এক রাতেই পালাবে বাড়ির সব ইঁদুর
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল