Home Remedies To Get Rid Of Lizards: সহজ পদ্ধতিতে বাড়ি থেকে তাড়ান টিকটিকি! রান্না-ঘরের মশলা দিয়েই হবে ম্যাজিক! জানুন
- Reported by:SARTHAK PANDIT
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Home Remedies To Get Rid Of Lizards: হাতের কাছে এই মশলাগুলো আছে তো? খুব সহজ কিছু পদ্ধতিতে টিকটিকির উপদ্রব থেকে মিলবে মুক্তি! জানুন
advertisement
1/7

ঘরের ভিতরে ঘুরছে টিকটিকি। তাড়াতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটছে। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই। খুব সহজেই মিলতে পারে টিকটিকির উপদ্রব থেকে পরিত্রাণ। করতে হবে এই সহজ কাজ তাহলেই মুহূর্তে ঘর থেকে পালাবে সমস্ত টিকটিকি। (তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
2/7
প্রথমে লাল লঙ্কা গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো সমান পরিমাণে নিতে হবে। এই দুটিকে একটি পাত্রে জল নিয়ে মেশাতে হবে। এবং মেশানো মিশ্রণটি ঘরের আনাচে কানাচে, জানালা, দরজায় স্প্রে করে দিতে হবে। এই দুই জিনিসের মিশ্রণে উৎপন্ন তীব্র ঝাঁঝে টিকটিকি সহজেই পালাবে। (তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
3/7
ডিম ভাঙার পর ডিমের খোসা ডাস্টবিনে ফেলে না দিয়ে সেই সব একটি জায়গায় জমিয়ে রাখুন। সেই ডিমের খোসা গুলি একটি কাপড়ে বেধে রাখতে পারেন। বা কোন পাত্রে রেখে যেখানে টিকটিকির উৎপাত বেশি সেখানে রেখে দিন। ডিমের গন্ধে টিকটিকি পালিয়ে যাবে খুব সহজেই। (তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
4/7
টিকটিকির উৎপাত ঘরের জেই সমস্ত জায়গায় সবচেয়ে বেশি। সেই জায়গাগুলিতে কয়েকটি রসুনের কোয়া এবং পেঁয়াজের টুকরো রাখতে পারেন। এছাড়াও পেঁয়াজ এবং রসুনের পেস্ট তৈরি করে সামান্য জল মিশিয়ে স্প্রে হিসাবেও ব্যবহার করতে পারেন। (তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
5/7
ঘরোয়া পদ্ধতিতে টিকটিকি তাড়ানোর সহজ উপায় কর্পূর।কর্পূর টিকটিকি তাড়াতেও যথেষ্ট সাহায্য করে। ঘরের সমস্ত কোনায় কোনায় কর্পূর রাখুন। এই কর্পূরের গন্ধে টিকটিকি খুব সহজেই পালাবে। (তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
6/7
টিকটিকির থেকে মুক্তি পেতে প্রয়োজন মাত্র ১টি থেকে ২টি ন্যাপথলিন বল। বাড়ির যেই জায়গা গুলিতে টিকটিকির আনাগোনা রয়েছে সেই কোনে রাখুন ন্যাপথলিন বল গুলিকে। যে জায়গাগুলি টিকটিকির উৎপাত সবচেয়ে বেশি সেখানে ৪টি থেকে ৫টি বলও রাখতে পারেন। (তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
7/7
কফি পাউডার সঙ্গে খয়ের মিশিয়ে নিতে হবে। তারপর ছোট ছোট বল করে ঘরের কোনায় কোনায় রেখে দিতে পারেন। এছাড়া সামান্য জল মিশিয়ে স্প্রেও করতে পারেন। এই গন্ধেও টিকটিকি খুব সহজেই ঘর থেকে দূরে থাকবে। (তথ্য - সার্থক পন্ডিত)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Home Remedies To Get Rid Of Lizards: সহজ পদ্ধতিতে বাড়ি থেকে তাড়ান টিকটিকি! রান্না-ঘরের মশলা দিয়েই হবে ম্যাজিক! জানুন