Conjunctivitis Home Remedies: কনজাংটিভাইটিস, আঞ্জনিতে চোখ কড়কড় করছে? জবাফুলের মতো লাল? সমানে জল পড়ছে? রইল আরামের ঘরোয়া টোটকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Conjunctivitis Home Remedies: চোখের যে কোনও সমস্যায় যেতে হবে ডাক্তারের কাছে। তবে বর্ষাকালে এই ধরনের সংক্রমণের ক্ষেত্রে একাধিক ঘরোয়া টোটকা আছে।
advertisement
1/10

বর্ষায় কনজাংটিভাইটিস, আঞ্জনি-সহ চোখের নানা সংক্রমণ বেড়ে যায়। চোখ জবাফুলের মতো লাল হয়ে যায়। ফোলা চোখ থেকে কড়কড় করে জল পড়তে থাকে।
advertisement
2/10
চোখের যে কোনও সমস্যায় যেতে হবে ডাক্তারের কাছে। তবে বর্ষাকালে এই ধরনের সংক্রমণের ক্ষেত্রে একাধিক ঘরোয়া টোটকা আছে। বলছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ মনদীপ সিং বসু।
advertisement
3/10
ত্রিফলা ভেজানো জল দিয়ে চোখ ধুয়ে িনন। এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি ও অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ চোখ পরিষ্কার রাখে।
advertisement
4/10
চোখে কোনও সংক্রমণ হলে হলুদ ও মধুর মিশ্রণ তৈরি করে চোখের চারপাশে হাল্কা হাতে মালিশ করুন। এতে ফোলাভাব কমবে।
advertisement
5/10
অ্যালোভেরা বা ঘৃতকুমারী সংক্রমণের তীব্রতা কমায়। এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য কমিয়ে দেবে চোখের ফোলাভাব।
advertisement
6/10
নিমপাতা ফোটানো জলেও ধুতে পারেন সংক্রমিত চোখ।
advertisement
7/10
বেলপাতার ক্বাত্থ তৈরি করুন। এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণে চোখের সংক্রমণ এবং ইনফ্লেম্যাশন নিয়ন্ত্রণে থাকে।
advertisement
8/10
রাতে যেন ৭-৮ ঘণ্টা আপনার বাচ্চা ঘুমোয়, সেদিকে খেয়াল রাখুন।
advertisement
9/10
টিভি, মোবাইল, কম্পিউটার মিলিয়ে বাচ্চার স্ক্রিনটাইম কমিয়ে দিন।
advertisement
10/10
দরকারে বাচ্চাকে প্রোটেক্টিভ আইওয়্যার দিন। তাহলে ধুলোবালি, দূষক, ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে চোখ সুরক্ষিত থাকবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Conjunctivitis Home Remedies: কনজাংটিভাইটিস, আঞ্জনিতে চোখ কড়কড় করছে? জবাফুলের মতো লাল? সমানে জল পড়ছে? রইল আরামের ঘরোয়া টোটকা