TRENDING:

Home Remedies for Dandruff | Hair Loss: শীতে খুশকি থেকে চুল ঝরছে? এই এক টোটকাতেই হবে বাজিমাত!

Last Updated:
নিয়মিত যত্ন নিলেও আবহাওয়ার কারণেই চুলের আগা ফেটে যাওয়া, পড়ে যাওয়ার মতো নানা সমস্যা বর্ষার মতোই এই মরসুমেও বাড়ে (Home Remedies for Dandruff | Hair Loss)।
advertisement
1/6
শীতে খুশকি থেকে চুল ঝরছে? এই এক টোটকাতেই হবে বাজিমাত!
শীত মানেই শুকনো মরসুম। সারা শরীরে যেমন শুকিয়ে গিয়ে টান ধরে, তেমনই মাথার চামড়াও এই শুষ্কতার হাত থেকে রক্ষা পায় না। ফলে মাথার ত্বকের এই শুকিয়ে যাওয়ার কারণে খুশকির হানা প্রবল ভাবে বাড়ে (Home Remedies for Dandruff | Hair Loss)। নিয়মিত যত্ন নিলেও আবহাওয়ার কারণেই চুলের আগা ফেটে যাওয়া, পড়ে যাওয়ার মতো নানা সমস্যা বর্ষার মতোই এই মরসুমেও বাড়ে (Home Remedies for Dandruff | Hair Loss)।
advertisement
2/6
খুশকি যে শুধু দেখা যায় বলে সমস্যা, তা কিন্তু নয়। খুশকির লজ্জা মানসিক ভাবেই বিপর্যস্ত করে। এমনকী শীতের নানা অনুষ্ঠানে সাজসজ্জার ক্ষেত্রেও বড় বাধা হয়ে যায় খুশকির সমস্যা। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকা চুল পড়ার সমস্যাও ভীষণ ভাবে অবসাদগ্রস্ত করে তোলে যে কাউকে।
advertisement
3/6
ফলে চুলের যত্ন নিতে দেরি করবেন না। খুশকির কারণে নানা অসুখও হয়। অনেকের আবার সারা বছরই খুশকি থাকে। সেই সমস্যা থাকলে অবশ্যই চিকি‍ৎসকের পরামর্শ নিন। আর শীতে বাড়তে থাকা এবং আচমকা খুশকির সমস্যা হলে ঘরোয়া এই এক ফল দিয়েই টোটকা তৈরি করে ব্যবহার করুন। কাজ হবে ম্যাজিকের মতো।
advertisement
4/6
পাতিলেবুর রস ও জল: লেবুর সাইট্রিক অ্যাসিড মাথার পিএইচ-এর ভারসাম্য রক্ষা করে। মাথার অতিরিক্ত তেল বার করে দিতেও এটি খুবই কার্যকর। মাথায় পাতিলেবুর রস লাগিয়ে কিছু সময় রেখে দিন। এর পর সেই রস মেশানো জল দিয়েই ধুয়ে ফেলুন। এর পর খুশকি প্রতিহত করতে পারে এমন কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
advertisement
5/6
পাতিলেবুর রস আর নারকেল তেল: শুষ্ক আবহাওয়ায় তেল মাথায় আর্দ্রতা জোগায়। চুলের গোড়ায় পুষ্টির জোগান দেয়। এই নারকেল তেলকে একটু গরম করে তাতেই যোগ করুন কয়েক ফোঁটা লেবুর রস। স্নানের আধ ঘণ্টা আগে এই মিশ্রণ চুলে লাগিয়ে ভালো করে মালিশ করুন। মিনিট ২০-৩০ বাদে শ্যাম্পু করে নিন।
advertisement
6/6
নারকেল তেল ও ক্যাস্টর অয়েল: প্রতি দিন রাতে নারকেল তেল ও ক্যাস্টর অয়েল গরম করে মিশিয়ে নিন। আঙুলের ডগায় তেল নিয়ে তাভাল করে মাসাজ করুন চুলে। এর পর চুল বেঁধে শুয়ে পড়ুন। পরের দিন সকালে শ্যাম্পু করে নিন। সপ্তাহে তিন দিন এমন করলেই খুশকি কমবে উল্লেখযোগ্য ভাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Home Remedies for Dandruff | Hair Loss: শীতে খুশকি থেকে চুল ঝরছে? এই এক টোটকাতেই হবে বাজিমাত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল