Home Remedies: সহজ উপায়ে ক্যাকটাস বাঁচিয়ে রাখবেন কীভাবে জেনে নিন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Home Remedies: বাড়ির বা অফিসের সৌন্দর্য বাড়াতে ক্যাকটাস বা সেকুল্যান্ট বর্তমানে রাখার চল, জেনে নিন কিভাবে বছরের পর বছর বাঁচিয়ে রাখবেন
advertisement
1/6

কিভাবে বাড়ির সৌন্দর্য বাড়াতে বছরের পর বছর ক্যাকটাস বাঁচিয়ে রাখবেন জানুন সহজ উপায়।
advertisement
2/6
প্যারাডিয়া ক্যাকটাস, ক্যাপ ক্যাকটাস, ব্যারেল ক্যাকটাস, পালক ক্যাকটাস, চাঁদ ক্যাকটাস, সহ বেশ কিছু ক্যাকটাস সেকুল্যান্ট এর জেলায় ব্যাপক চাহিদা।
advertisement
3/6
অন্যান্য গাছের সঙ্গে ক্যাকটাস বা সেকুল্যান্টের চাহিদা বাড়ছে জেলায়। দাম ৬০ টাকা থেকে ৫০০ টাকা দরে ক্যাকটাস এবং ১০০ - ৩০০ টাকা দরে সেকুল্যান্ট বিক্রি হচ্ছে।
advertisement
4/6
ক্যাকটাস পালনে বিশেষ সতর্কতা জল দেওয়ার ক্ষেত্রে। নির্দিষ্ট দিন অন্তর এবং আবহাওয়া অনুযায়ী প্রয়োজনে জল দেওয়া।
advertisement
5/6
সাধারণত এক সপ্তাহ বা দশ দিন অন্তর পরিমাণ মত জল। ঠান্ডা গরম বাতাসের আদ্রতা বুঝে জল দেওয়া প্রয়োজন। কোনভাবেই একবারে বেশি জল দেওয়া যাবে না।
advertisement
6/6
মাসে অন্ততপক্ষে তিনবার ফাঙ্গাসাইট ব্যবহার করতে হবে। আবার ফাঙ্গাসাইট ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা। একটানা একই রকম ফাঙ্গাসাইট ব্যবহার করা যাবে না। আলাদা আলাদা ফাঙ্গাসাইট ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে।