Neck Pain: ল্যাপটপ, কম্পিউটার, ফোনে কাটছে সময়, বাড়ছে ঘাড়ে ব্যথা! রইল কমানোর ঘরোয়া টোটকা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ড: অপর্ণা পদ্মনাভন তাঁর ইনস্টাগ্রামের পাতায় ড: অপর্ণা ঘাড়ে ব্যথা, পেশির যন্ত্রণা-সহ এই জাতীয় সমস্যগুলি থেকে মুক্তির কিছু সহজ উপায় বাতলেছেন৷
advertisement
1/10

ঘণ্টার পর ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে থাকা, কিংবা একভাবে বহুক্ষণ মোবাইলে মন। ডিজিটালাইজেশনের যুগে এই ছবি প্রত্যেকের ভীষণ চেনা৷ কখনও চাকরি ক্ষেত্রে বাধ্য-বাধকতা, কখনও নিজের অলসতা৷ কারণ যাই হোক জীবনযাত্রার এই পরিবর্তনে বাড়ছে শারীরিক সমস্যা৷ বিশেষত ঘাড়ে ব্যাথা, পেশিতে টান, কোমরে ব্যথা, কখনও যন্ত্রণার মতো রোগগুলি বর্তমানে অতি পরিচিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
advertisement
2/10
যন্ত্রণা কিংবা ব্যথা থেকে মুক্তি পেতে ডাক্তারের পরামর্শ ছাড়াই মুঠো মুঠো পেইন কিলার খেলে আখেরে শরীরের ক্ষতিই হচ্ছে৷ কিন্তু জীবনযাত্রাও একদিনে আমূল বদলে ফেলা অসম্ভব, আবার ওষুধ খেলেও হিতে বিপরীত হওয়ার ভয়, তাহলে উপায় কী? উপায়ের পথ দেখালেন আয়ুর্বেদিক চিকিৎসক ড: অপর্ণা পদ্মনাভন৷ নিজের ইনস্টাগ্রামের পাতায় ড: অপর্ণা ঘাড়ে ব্যথা, পেশির যন্ত্রণা-সহ এই জাতীয় সমস্যগুলি থেকে মুক্তির কিছু সহজ উপায় বাতলেছেন৷
advertisement
3/10
advertisement
4/10
দীর্ঘক্ষণ বসে কাজ করা বা স্ক্রিনের দিকে তাকিয়ে সময় কাটানোর ফলে ঘাড়ে ব্যথা, পেশির টান-সহ অন্যন্য সমস্যা থেকে মুক্তি পেতে নীচের এই নিয়মগুলি মেনে চলুন
advertisement
5/10
১.ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনই হোক বা টিভি, এই সকল গ্যাজেটগুলি ব্যবহার করার সময় তা চোখের সমান্তরালে বা আই লেভেলে রাখুন৷ এতে চোখে এবং ঘাড়ে চাপ কম পড়ে৷
advertisement
6/10
২. একটি চাদর বা মাফলার ঘাড়ে জড়িয়ে রাখতে পারেন৷ এতে ঘাড়ের নড়াচড়া কম হবে, এবং কিছুটা গরমও থাকবে৷
advertisement
7/10
৩.দুই চামচ তিল তেল বা সেসমে ওয়েল গরম করে ঘাড়ে আলতো হাতে ভাল করে মালিশ করুন এবং গরম সেঁক নিন৷
advertisement
8/10
৪.উষ্ণ গরম জলে স্নান করলেও পেশির যন্ত্রণাও উপশম পাওয়া যায়৷
advertisement
9/10
৫.সারাদিন প্রচুর জল খান৷ মাসল্ ক্র্যাম্প বা পেশিতে টানের ক্ষেত্র শরীরকে হাইড্রেটেড রাখা ভীষণ জরুরি৷
advertisement
10/10
৬. শুকনো খোলায় ভেজে রাখা কালোজিরে, জোয়ান, এবং নুনকে একটি ছোট্ট কাপড়ে বেঁধে নিন৷ এই ছোট্ট থলি গরম করে ঘাড়ে সেঁক নিন৷ ঘাড়ের ব্যথায় আরাম পাবেন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Neck Pain: ল্যাপটপ, কম্পিউটার, ফোনে কাটছে সময়, বাড়ছে ঘাড়ে ব্যথা! রইল কমানোর ঘরোয়া টোটকা