Home-Made Hair Musk:পার্লারে আর গাদাগাদা খরচ নয়, বাড়িতেই মধু,দই দিয়ে করুন 'হেয়ার স্পা', জেনে নিন সহজ পদ্ধতি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বাড়িতে ঘরোয়া উপাদান দিয়ে হেয়ার স্পা করলে বাড়তি লাভ হল, ক্ষতিকর কেমিক্যাল থেকে আপনার চুল বাঁচবে! কীভাবে ঘরোয়া হেয়ার স্পা ও মাস্ক তৈরি ও ব্যবহার করবেন?
advertisement
1/6

ব্যস্তজীবনে সময়ের বড় অভাব! পার্লারে গিয়ে হেয়ার স্পা করার সময় কই? তার উপর পার্লারের আকাশছোঁয়া দাম! এদিকে চুলেরও বেহাল দশা! রুক্ষ, শুষ্ক, ডগা-ফাঁটা! চিন্তা করবেন না! সময় বার করে পার্লারেও ছুটতে হবে না, গাদাগাদা খরচও করতে হবে না! বাড়িতে বসেই করে নিন হেয়ার স্পা, একেবারে ঘরোয়া উপাদান দিয়েই!
advertisement
2/6
বাড়িতে ঘরোয়া উপাদান দিয়ে হেয়ার স্পা করলে বাড়তি লাভ হল, ক্ষতিকর কেমিক্যাল থেকে আপনার চুল বাঁচবে! কীভাবে ঘরোয়া হেয়ার স্পা ও মাস্ক তৈরি ও ব্যবহার করবেন?
advertisement
3/6
হেয়ার স্পার জন্য লাগবে--নারকেল তেল, জলপাই তেল, ডিম, মধু এবং দই।
advertisement
4/6
হেয়ার মাস্ক কীভাবে বানাবেন? একটি পাত্রে ২ টেবিল চামচ নারকেল তেল এবং ১ টেবিল চামচ জলপাই তেল নিন। এর মধ্যে একটি ডিমের সাদা অংশ, ১ টেবিল চামচ মধু এবং ২ টেবিল চামচ দই মেশান। সব উপকরণ ভালভাবে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।
advertisement
5/6
প্রথমে একটি হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন, চুল হালকা ভেজাই রাখবেন। তার পর যে মাস্কটা বানালেন, সেটা স্ক্যাল্প থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত লাগান। মাস্ক লাগানোর পর চুল একটি তোয়ালে বা শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে ৩০-৪৫ মিনিট অপেক্ষা করুন। তার পর সাধারণ জল বা হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
6/6
প্রতি ১৫ দিনে একবারের বেশি হেয়ার স্পা করবেন না। যদি কোনও উপকরণের প্রতি অ্যালার্জি থাকে, আগে প্যাচ টেস্ট করে নিন। মাস্ক লাগানোর পর গরম জল দিয়ে চুল ধোবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Home-Made Hair Musk:পার্লারে আর গাদাগাদা খরচ নয়, বাড়িতেই মধু,দই দিয়ে করুন 'হেয়ার স্পা', জেনে নিন সহজ পদ্ধতি