TRENDING:

Home Tips: জলেও ধুতে হবে না, রোদেও শুকোতে হবে না? এই ৩ উপায়ে করুন পরিষ্কার! লেপ, কম্বল থাকবে নতুনের মতো

Last Updated:
যদি এমনভাবে কম্বল ভাবে পরিষ্কার করা যায়, যেখানে জলও লাগবে না, শুকোতে রোদও লাগবে না? শুনতে অস্বাভাবিক মনে হলেও বেশ কয়েকটি উপায়ে এই অসম্ভবকে সত‍্যি করা সম্ভব।
advertisement
1/5
জলেও ধুতে হবে না, রোদেও শুকোতে হবে না? এইভাবে লেপ, কম্বল পরিষ্কার করুন!
শীতকাল এলেই আলমারীর তলা থেকে বেরিয়ে মোটা মোটা লেপ কম্বল। হাড়হিম করা এই ঠান্ডায় একের জায়গায় কখনও দু'দুটি কম্বলও ব‍্যবহার করতে হচ্ছে। কিন্তু মুশকিল হল এইসব কম্বল পরিষ্কার করা।
advertisement
2/5
একেই বেশ কয়েকদিন ধরে রোদের দেখা ঠিকমতো পাওয়া যাচ্ছে না। তার মাঝেই কখনও ঝিরঝিরে বৃষ্টিতে বাড়ির সাধারণ জামাকাপড় শুকোতেই কালঘাম ছুটছে। এসবের মাঝে বহুদিন ধরে ব‍্যবহার করতে থাকা কম্বলটি নোংরা হয়ে গেলে তাকে পরিষ্কার করা আরও কঠিন হয়ে পড়ে।
advertisement
3/5
প্রথমে কম্বলটি ভাল ভাল ভাবে নীচে বিছিয়ে দিন। এবার ছাঁকনিতে বেকিং সোডা ভাল করে কম্বলের ওপর ছড়িয়ে ছিটিয়ে দিন। আধ ঘণ্টা পর ব্রাশের সাহায‍্য কম্বলটি ভাল করে ঘষে নিন। এভাবে কম্বল পরিষ্কার হওয়ার পাশাপাশি ব‍্যাক্টেরিয়া মুক্ত হবে।
advertisement
4/5
অনেক সময় কম্বল থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এমন অবস্থায় একটি স্প্রে বোতল নিয়ে তাতে গোলাপ জল ও ভিনেগার মিশিয়ে নিন। ওই তরল কম্বলে ভাল করে স্প্রে করুন। কিছুক্ষণ খোলা বাতাসে রেখে দিন।
advertisement
5/5
কম্বল পরিষ্কারের আর একটি উপায় হল একটি পাত্রে ভিনেগার, বেকিং সোডা এবং জলের দ্রবণ তৈরি করুন এবং কম্বলে ছিটিয়ে দিন। এখন তোয়ালে দিয়ে ক্যাসেরোলের ঢাকনা বা সীসা মুড়ে তার সাহায্যে কম্বলটি ভালভাবে ঘষে নিন। তারপর শুকানোর জন্য বাতাসে ছড়িয়ে দিন। কম্বল পরিষ্কার হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Home Tips: জলেও ধুতে হবে না, রোদেও শুকোতে হবে না? এই ৩ উপায়ে করুন পরিষ্কার! লেপ, কম্বল থাকবে নতুনের মতো
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল