রঙ খেলার আগে চুল ভাল রাখতে ব্যবহার করুন টক দই
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
রঙ খেলার আগে এভাবে চুলে এই মিশ্রণ ব্যবহার করুন। রঙ খেলার পর চুল রাফ হবে না।
advertisement
1/5

কোঁকড়ানো চুল সামলাতে নাজেহাল অবস্থা? ভয় পাওয়ার কিছু নেই। ৩ টেবিল চামচ দই, ২ টেবিল চামচ নারকেল তেল ও ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মাথায় মাখুন। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। রঙ খেলার আগে এভাবে চুলে এই মিশ্রণ ব্যবহার করুন। রঙ খেলার পর চুল রাফ হবে না। photo source collected
advertisement
2/5
রঙ খেলার পর দিন চুল বেশি শুষ্ক হয়ে গেলে ১/২ কাপ দইয়ে দুটো ডিম ফেটিয়ে মিশিয়ে নিন। চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। চুল আবার নরম হয়ে যাবে। photo source collected
advertisement
3/5
মাথার ত্বক শুকিয়ে গেলে দইয়ের সঙ্গে তিন চামচ অলিভঅয়েল মিশিয়ে ৩০ মিনিট মালিশ করুন। তারপর শ্যাম্পু করে নিন। অনেক সময় মাথায় আবির বেশিক্ষণ থাকলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে খুব কাজে আসবে এই পদ্ধতি। photo source collected
advertisement
4/5
রঙ খেলার পর অনেক সময় মাথায় খুশকি ফিরে আসতে পারে। তখন ভয় না পেয়ে দই নিন ১০০ গ্রাম। ভাল করে ফেটিয়ে নিয়ে ভাল করে চুলে ও মাথার ত্বকে লাগিয়ে নিন। এক ঘণ্টা পর শ্যাম্পু করুন। সব সমস্যার সমাধান হয়ে যাবে। photo source collected
advertisement
5/5
এছাড়া দোল খেলার পর চুলের জেল্লা ফিরিয়ে আনতে হেনার সঙ্গে দই মিশিয়ে চুলে লাগান। photo source collected