Holi Skin-Hair Care Tips: হোলি খেলার আগে কোনও ভাবেই করা যাবে না এই কাজগুলো! মাথায় না রাখলে বিপদ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Holi 2024: দোলে রং খেলতে ভালবাসেন, এদিকে চুল ও ত্বকের চিন্তা রাতের ঘুম উড়িয়েছে? রং খেলতে যাওয়ার আগে এই কাজ গুলি করলে চুল এবং ত্বকের ক্ষতি হবে না।
advertisement
1/6

পুরনো জামাকাপড় থাকলে পুরো গা ঢাকা পোশাক বেছে নিন যাতে শরীরের কোনও অংশ খোলা না থাকে। শরীরে যত কম রঙ প্রয়োগ করা যাবে, ততই এর ত্বক জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হবে।
advertisement
2/6
যদি অগত্যাই শরীরের কোনও অংশ খোলা রাখতে হয়, তাহলে যে অংশ খোলা আছে সেখানে কোল্ড ক্রিম বা তেল লাগান। রঙ তৈলাক্ত ত্বকে স্থায়ী হতে পারে না এবং পরে স্নান করার সময় সহজেই উঠে যাবে।
advertisement
3/6
হোলি খেলার সময় জল খাওয়া খুবই গুরুত্বপূর্ণ৷ পর্যাপ্ত পরিমাণ জল খেলে তাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ত্বকও শুষ্ক হয়ে যায় না। শুষ্ক ত্বকে রং খারাপ প্রভাব ফেলতে পারে। তাই জল খেতে থাকুন।
advertisement
4/6
হোলি খেলার সময় ঠোঁট এবং কানের কথা সকলেই ভুলে যায়। ঠোঁটে ও কানে লিপবাম বা ভেসলিন লাগালে দুটোই নিরাপদ থাকবে এবং কোনও ক্ষতি হবে না।
advertisement
5/6
অনেকেই মুখের পাশাপাশি চুলে রং ও আবির লাগান। হোলি খেলার আগে চুলে ভালো করে তেল মাখুন যাতে চুলের গোড়ার ক্ষতি করে এমন রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করা যায়। এছাড়াও, চুলে রুমাল বা হেয়ার প্রোটেকশন প্রপ্স কিনে নিন।
advertisement
6/6
সানগ্লাস পরে হোলি খেলা খুব নিরাপদ। হোলি খেলার সময় অনেক সময় রঙ চোখের গভীরে চলে যায়। রংয়ের রাসায়নিক পদার্থগুলি আমাদের চোখের জন্য বিপজ্জনক হতে পারে। অতএব, যদি এমন হয়, অবিলম্বে জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন। এই অবস্থায় চোখ ঘষতে ভুল করবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Holi Skin-Hair Care Tips: হোলি খেলার আগে কোনও ভাবেই করা যাবে না এই কাজগুলো! মাথায় না রাখলে বিপদ