Holi 2024: হোলি খেলুন প্রিয় পোশাকেই, দাগের চিন্তা ভুলে যান! ৩ টিপসেই গায়েব হবে জেদি রং
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Holi Tips for cleaning: আবার অনেক সময় না চাইতেও হোলিতে দূরাবস্থা হয়ে দাঁড়ায় ভাল পোশাকের। হোলির দিনে অনেক জায়গাতেই রাস্তায় রং ছোঁড়াছুড়ি করতে থাকে ছোটরা। অসাবধানতা বশত গায়ে পড়ে যেতে পারে সেই রং। ব্যাস তারপরেই ভাল জামাকাপড়ের দফারফা।
advertisement
1/12

হোলি খেললে, রং তো লাগবেই। প্রিয়জনদের সঙ্গে খুশির রং খেলার মজাই আলাদা। মনের মতো রঙে কাছের মানুষদের রাঙিয়ে তোলার উত্সব দোল। তবে দোল খেলার পর অনেকেরই মুখ ব্যাজার হয়ে যায় জামাকাপড়ের অবস্থা দেখে।
advertisement
2/12
হোলি খেললে জামাকাপড়ও রঙীন হয়ে যায়। সাদা রঙের পোশাক পরে হোলি খেললে তা দেখতে আরও সুন্দর লাগে। তবে মুশকিল হয়ে ভাল পোশাকটি থেকে রং তোলা।
advertisement
3/12
আবার অনেক সময় না চাইতেও হোলিতে দূরাবস্থা হয়ে দাঁড়ায় ভাল পোশাকের। হোলির দিনে অনেক জায়গাতেই রাস্তায় রং ছোঁড়াছুড়ি করতে থাকে ছোটরা। অসাবধানতা বশত রাস্তায় হাঁটতে গিয়ে গায়ে পড়ে যেতে পারে সেই রং। ব্যাস তারপরেই জামাকাপড়ের দফারফা।
advertisement
4/12
হোলির পর জামাকাপড় ধোয়া নিয়ে যদি আপনিও চিন্তায় থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য। জেনে নিন পছন্দের পোশাক রঙের জেদি দাগ তোলার সহজ টিপস্।
advertisement
5/12
লেবু বহু গুণের অধিকারী। তার মধ্যে একটি বড় গুণ হল এর জামাকাপড় থেকে দাগ তোলার ক্ষমতা। পোশাক থেকে হোলির রং তুলতে তাই অস্ত্র হয়ে উঠতে পারে লেবু। এর জন্য প্রথমে রঙিন জামাকাপড় একবার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে।
advertisement
6/12
এবার হাফ বালতি হালকা গরম জলে ডিটারজেন্ট গুলে জামাকাপড় গুলিকে স্বাভাবিক নিয়মে পরিষ্কার করুন। এখন, পোশাকের যে জায়গায় দাগ লেগে আছে সেখানে লেবুর রস লাগিয়ে ঘষে নিন। লেবুর রসে সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন। বালতির জলে এই মিশ্রণ যোগ করুন। এতে পোশাক ডুবিয়ে ২০ মিনিট রাখুন তারপর পরিষ্কার করুন।
advertisement
7/12
জানেন কী, অ্যালকোহল জামাকাপড় থেকে হোলির রঙ দূর করতে কার্যকর হতে পারে? আপনি এর সাহায্যে গাঢ় রং দূর করতে পারেন। প্রথমে কাপড়টি হালকা গরম জলে ভাল করে পরিষ্কার করুন।
advertisement
8/12
এবার একটি পাত্রে ২-৩ চামচ যেকোনও অ্যালকোহল নিন এবং তাতে এক চামচ জল মেশান। এই তরলটি দাগযুক্ত স্থানে লাগিয়ে ঘষে নিন। তারপর কিছুক্ষণ রেখে সাধারণ জল দিয়ে জামাকাপড় ধুয়ে ফেলুন। ব্যাস উঠে যাবে সব দাগ।
advertisement
9/12
জামাকাপড়ের দাগ তুলতে সক্ষম ভিনিগারও। জেদি দাগ তোলায় এর জুড়ি মেলা ভার। প্রথমে জলে ভাল করে জামাকাপড় ধুয়ে নিন। বালতিতে এক চতুর্থাংশ জল নিন। এতে ভিনিগার মেশান।
advertisement
10/12
বালতির চতুর্থাংশ জলে ২-৩ টেবিল চামচ সাদা ভিনেগার মিশিয়ে তাতে কাপড় ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিন। জামাকাপড় আলতো হাতে ঘষুন। তারপর সাধারণ জলে ধুয়ে ফেলুন। জামাকাপড়ের সব রং নিমেষে গায়েব।
advertisement
11/12
পোশাকের দাগ তোলার আর একটি দুর্দান্ত হাতিয়ার হল টুথপেস্ট। ব্রাশ করার জন্য যে সাদা টুথপেস্ট ব্যবহার করেন তা রঙিন দাগও দূর করতে পারে। যেখানে হোলির রঙের দাগ লেগেছে সেখানে টুথপেস্ট লাগান। এভাবে ১৫ মিনিট রেখে দিন। এবার কাপড়টি ঘষে পরিষ্কার করার চেষ্টা করুন। আপনি এটি দুই থেকে তিনবার করতে পারেন।
advertisement
12/12
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Holi 2024: হোলি খেলুন প্রিয় পোশাকেই, দাগের চিন্তা ভুলে যান! ৩ টিপসেই গায়েব হবে জেদি রং