TRENDING:

High Blood Pressure Control Tips: সকালে ঘুম থেকে উঠে সহজ কিছু নিয়ম মানুন! গরমেও কমবে হাই ব্লাড প্রেশার! দূরে থাকবে হার্টের অসুখ

Last Updated:
High Blood Pressure Cobtrol Tips: নীরব ঘাতক হয়ে হাই ব্লাড প্রেশার ডেকে আনে হৃদরোগ, কিডনির জটিলতার মতো সমস্যা। ওষুধের পাশাপাশি সকালের কিছু নির্দিষ্ট নিয়ম সাহায্য করে উচ্চ রক্তচাপ কমাতে।
advertisement
1/9
সকালে ঘুম থেকে উঠে সহজ টোটকা! গরমেও কমবে হাই ব্লাডপ্রেশার! দূরে থাকবে হৃদরোগ
হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ মূলত লাইফস্টাইল অসুখ। মানসিক উদ্বেগ, ভুলভাল ডায়েট, শরীরচর্চার অভাব-সহ একাধিক কারণে রক্তচাপ বাড়তে থাকে।
advertisement
2/9
নীরব ঘাতক হয়ে হাই ব্লাড প্রেশার ডেকে আনে হৃদরোগ, কিডনির জটিলতার মতো সমস্যা। ওষুধের পাশাপাশি সকালের কিছু নির্দিষ্ট নিয়ম সাহায্য করে উচ্চ রক্তচাপ কমাতে। বলেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।
advertisement
3/9
চেষ্টা করুন রোজ সকালে একই সময়ে ঘুম থেকে উঠতে। এতে শরীরের ইন্টার্নাল ক্লক ঠিক থাকলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে। নির্দিষ্ট রুটিন থাকলে স্ট্রেস কমাতেও সাহায্য করে। ক্রনিক স্ট্রেস হাই ব্লাড প্রেশারের বড় কারণ।
advertisement
4/9
সকালে দিন শুরু করুন এক গ্লাস জল পান করে। হাইড্রেটেড থাকলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে। সাধারণ জল না চাইলে লেবুর রস, ফল বা সবজির নির্যাসে মেশানো জলপান করতে পারেন।
advertisement
5/9
সকালে হাঁটা, জগিং, সাইক্লিং, সুইমিং বা অন্য কোনও শরীরচর্চা করতে হবে। সপ্তাহে ১৫০ মিনিট বরাদ্দ করতেই হবে শরীরচর্চার জন্য। সকালই সেরা সময় শরীরচর্চার। নিয়মিত এক্সারসাইজ সময়ের সঙ্গে রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
advertisement
6/9
সকালে ঘুম থেকে উঠে কিছু সময় ধরে ডিপ ব্রিদিং বা অন্যভাবে মেডিটেশন করুন। মনোসংযোগের পাশাপাশি রক্তচাপ কমানোরও মহৌষধ মেডিটেশন।
advertisement
7/9
ফল, সবজি, গোটা দানাশস্য, লিন প্রোটিন, লো ফ্যাট ডেয়ারি প্রডাক্ট রাখু ব্রেকফাস্টে। খেয়াল রাখুন সোডিয়াম, স্যাচিওরেটেড এবং ট্রান্স ফ্যাট, চিনি যেন ডায়েটে নিয়ন্ত্রিত থাকে।
advertisement
8/9
ক্যাফেইন খাওয়া কমান। কারণ ক্যাফেইন থেকে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে।
advertisement
9/9
নিয়মিত ব্লাড প্রেশার চেক করুন। ওষুধ খান প্রেসক্রিপশন মেনে। ডাক্তারের সব পরামর্শ মানুন ও তাঁর নির্দেশ অনুসরণ করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
High Blood Pressure Control Tips: সকালে ঘুম থেকে উঠে সহজ কিছু নিয়ম মানুন! গরমেও কমবে হাই ব্লাড প্রেশার! দূরে থাকবে হার্টের অসুখ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল