Health Tips: খাবার খেলেই গলা-বুক জ্বালা? আর খেতে হবে না মুঠো মুঠো গ্যাসের ওষুধ, ঘরোয়া টোটকায় অ্যাসিডের সমস্যা থেকে মুক্তি, জানালেন বিশেষজ্ঞ
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Health Tips: এমন সমস্যায় অনেকেই নিয়মিত গ্যাসের ওষুধও খান। তবে সহজ কয়েকটি ঘরোয়া উপায়ে মিটবে সমাধান।
advertisement
1/6

ভোজন রসিক বাঙালীর তীব্র গরমে অনেকেই অ্যাসিডিটি, থেকে বদহজমের সমস্যায় ভোগেন। যা দাবদাহে দহনের পাশাপাশি শারীরিক অস্বস্তির কারণ।
advertisement
2/6
এমন সমস্যায় অনেকেই নিয়মিত গ্যাসের ওষুধও খান। তবে সহজ কয়েকটি ঘরোয়া উপায়ে মিটবে সমাধান।
advertisement
3/6
গরমে বদহজমের সমস্যা সমাধানে দারুণ উপাদেয় আদা। আদায় অ্যান্টি-ইনফ্ল্যামেটরি খাদ্যবস্তু হজমের পাশাপাশি, গলা-বুক জ্বালার মতো সমস্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
advertisement
4/6
গরমে পেটের সমস্যায় ভাল কাজ দেবে মৌরি। গলা-বুক জ্বালা হলে এক চা চামচ মৌরি চিবিয়ে হালকা গরম জলে মিশিয়ে খেতে পারেন।
advertisement
5/6
চিকিৎসক শ্যামল কুমার জানান,গরমে অনেকেই ডিহাইড্রেশনের সমস্যায় ভোগেন। শরীরে জলের ঘাটতি হলেই হজমে অসুবিধা হয়। তাই সারাদিন ২-৩ লিটার জল পান করা উচিত।
advertisement
6/6
সবজি দিয়ে ডাল, টকডাল, হালকা মাছের ঝোল এসব খান। পিৎজা, পাস্তা, ফ্রায়েজ, রোল, চিপস এসব ভুলেও গরমে মুখে তুলবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: খাবার খেলেই গলা-বুক জ্বালা? আর খেতে হবে না মুঠো মুঠো গ্যাসের ওষুধ, ঘরোয়া টোটকায় অ্যাসিডের সমস্যা থেকে মুক্তি, জানালেন বিশেষজ্ঞ