সামনেই দোল ! রং খেলুন সতর্কতা মেনে !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
রং খেলার সময় চোখে গ্লাস ও মাথায় টুপি পরুন।
advertisement
1/5

সামনেই দোল। দোল খেলার সময় কিন্তু কতগুলো বিষয় মাথায় রাখতেই হবে। যেমন রং খেলার সময় সব থেকে আগে মাথায় রাখতে হবে কোনও ভাবেই যাতে অতিরিক্ত ক্যামিকালযুক্ত রং ব্যবহার না করা হয়। photo source collected
advertisement
2/5
আর্য়ুবেদিক রং বা ফুল দিয়ে তৈরি রং ব্যবহার করুন। photo source collected
advertisement
3/5
রং খেলার আগে ভাল করে সারা গায়ে তেল মেখে নেবেন। যাতে রং সরাসরি ত্বকে না লাগে। photo source collected
advertisement
4/5
রং খেলার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেন চোখে কোনওভাবেই রং না লাগে। photo source collected
advertisement
5/5
রং খেলার সময় চোখে গ্লাস ও মাথায় টুপি পরুন। মাথার স্কাল্পে যেন কোনও ভাবেই রং না লাগে। photo source collected