২০টাকায় দশ দশটি গাছ..! চর্মরোগ থেকে পেটের রোগ, গোড়া থেকে উপড়ে ফেলে জংলি এই ভেষজ! চিনে নিন
- Published by:Sanjukta Sarkar
- local18
Last Updated:
Herbal Skin Care: শরীরের রক্ত পরিশুদ্ধ করতে ব্যবহৃত হয়, ফলে চর্মরোগের ক্ষেত্রেও এটি উপকারী। শহরে এর ব্যবহার কমে এলেও গ্রামাঞ্চলে মানুষ এখনও চিরতার উপর ভরসা করেন। উপকারও পান।
advertisement
1/6

প্রকৃতি তার ভাণ্ডারে সাজিয়ে রেখেছে নানা ধরনের উপাদান। যা মানুষ বা যে কোনও প্রাণীর স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। একটা সময় পর্যন্ত মানুষ এই সব ভেষজ উপাদান ব্যবহার করতে সুস্বাস্থ্যের জন্য। আজকাল সেই সব ভুলে যেতে বসেছি আমরা। এমনই একটি প্রাকৃতির ভেষজ হল চিরতা। পেট ঠান্ডা রাখা, রক্ত পরিষ্কার করার পাশাপাশি এই চিরতা নানা রকম চর্মরোগের ক্ষেত্রেও উপকারী।
advertisement
2/6
ঝাড়খণ্ডের গোড্ডার বাজারে প্রচুর পরিমাণে চিরতা বিক্রি হয়। এটি শরীরের রক্ত পরিশুদ্ধ করতে ব্যবহৃত হয়, ফলে চর্মরোগের ক্ষেত্রেও এটি উপকারী। শহরে এর ব্যবহার কমে এলেও গ্রামাঞ্চলে মানুষ এখনও চিরতার উপর ভরসা করেন। উপকারও পান।
advertisement
3/6
আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে, এই গাছের অনেক গুণ রয়েছে। এর নিয়মিত ব্যবহার স্থূলতা দূর করে এবং পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে। একই সঙ্গে গ্যাস-অম্বলের মতো রোগও এর ব্যবহারে নিরমায় করা সম্ভব। এটি লিভার সংক্রান্ত রোগেও কার্যকর বলে বিবেচিত হয়। বাংলার পাশাপাশি ভারতের নানা রাজ্যে এর ফলন হয়, ব্যবহারও প্রচলিত। এই যেমন ঝাড়খণ্ড। সেখানে এখনও চিরতার ব্যবহার প্রচলিত রয়েছে।
advertisement
4/6
গোড্ডার আয়ুর্বেদিক চিকিৎসক নবীন কুমার ভারতীর দাবি, নিয়মিত চিরতা ব্যবহারে শরীরের অনেক রোগ সেরে যায়। প্রাচীনকালে, যে কোনও ধরনের চর্মরোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হত। আজও এটি সমানভাবে কার্যকর। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
advertisement
5/6
গোড্ডার হাতিয়া চকে চিরতা বিক্রি করেন ভোলা পাসওয়ান। তিনি জানান, ১০টি গাছের দাম ২০ টাকা। এই হিসেবেই চিরতা বিক্রি করেন তিনি। ভোলা বলেন, ‘গত বেশ কয়েক বছর ধরে এই চত্বরে চিরতা বিক্রি করছি। সাধারণত পাহাড়ি এলাকা ও বনাঞ্চল থেকে চিরতার পাতা সংগ্রহ করে এনে বিক্রি করি। দৈনিক ৫০০-৬০০ টাকা আয় হয়।’
advertisement
6/6
চিরতার ব্যবহার— সেই কোন কাল থেকে বাংলার ঘরে ঘরে চিরতার জল পান করার অভ্যাস রয়েছে। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য রোজ সকালে চিরতার জল পান করার কথা জানা যায়। এজন্য চিরতার একটি ছোট ডাল এক গ্লাস জলে সারারাত ভিজিয়ে রাখতে হবে। সকালে জলটি ছেঁকে নিয়ে পান করতে হবে। সারা বছরে প্রায় এক মাস নিয়মিত এই জল পান করা যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
২০টাকায় দশ দশটি গাছ..! চর্মরোগ থেকে পেটের রোগ, গোড়া থেকে উপড়ে ফেলে জংলি এই ভেষজ! চিনে নিন