TRENDING:

Hepatitis Death: হেপাটাইটিসে রেকর্ড গড়েছে ভারত-বাড়ছে মৃত্যু! কীভাবে ছড়ায় এই রোগ? বাঁচার উপায় কী? জরুরি কথা জানুন

Last Updated:
Hepatitis Death: আগামী রবিবার বিশ্বব্যাপী পালিত হতে চলেছে হেপাটাইটিস দিবস। এই রোগের মারণ ভাইরাস মানুষের লিভারে আক্রমণ করে। মৃত্যুও হতে পারে। জানুন
advertisement
1/10
হেপাটাইটিসে রেকর্ড গড়েছে ভারত-বাড়ছে মৃত্যু! কীভাবে ছড়ায় এই রোগ? বাঁচার উপায়?
কিছুদিন আগেই হেপাটাইটিস সংক্রমণ নিয়ে ভারতকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। হু-এর তরফে বলা হয়েছে, সংক্রমক ব্যধি হিসেবে হেপাটাইটিস সংক্রমণ সারা বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আর এই পরিস্থিতির মধ্যে ভারত মোটেই সন্তোষজনক স্থানে নেই। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/10
আগামী রবিবার বিশ্বব্যাপী পালিত হতে চলেছে হেপাটাইটিস দিবস। এই রোগের মারণ ভাইরাস মানুষের লিভারে আক্রমণ করে। হু-এর দাবি, সারা বিশ্বে প্রতিদিন ৩৫০০ জন মানুষ শিকার হচ্ছেন হেপাটাইটিস ভাইরাসের। হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণের জেরেই মৃত্যু হচ্ছে রোগীদের। এর মধ্যে সিংহভাগই হেপাটাইটিস বি বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিসংখ্যান বলছে, হেপাটাইটিস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮৩ শতাংশই হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে মারা যান।
advertisement
3/10
অন্যদিকে, ১৭ শতাংশের মৃত্যু হয় হেপাটাইটিস সি রোগে। তবে সবচেয়ে বড় বিষয় এই দুই রোগেরই চিকিৎসা রয়েছে। বাজারে নির্দিষ্ট রোগ দুটির জন্য ওষুধও উপলব্ধ। অর্থাৎ সেই ওষুধ কিনতে না পারা ও সচেতনতার অভাবও রোগী মৃত্যু বাড়ছে।
advertisement
4/10
হেপাটাইটিস হল মূলত একটি ভাইরাল সংক্রমণ। তবে অতিরিক্ত অ্যালকোহল, ধূমপান, কিছু ওষুধ এবং অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলেও হেপাটাইটিস হতে পারে। ভাইরাল হেপাটাইটিসের প্রধান প্রকারগুলি হল হেপাটাইটিস A, B, C ও E।
advertisement
5/10
কোন হেপাটাইটিস ভাইরাস কীভাবে ছড়ায়? হেপাটাইটিস A: হেপাটাইটিস A (HAV) সাধারণত দূষিত খাবার অথবা জল খাওয়ার মাধ্যমে ছড়ায়।
advertisement
6/10
হেপাটাইটিস B: হেপাটাইটিস বি ভাইরাস (HBV) শরীরের তরল যেমন রক্ত, বীর্য এবং যোনি পথের নিঃসরণগুলির সংস্পর্শে এলেই ছড়িয়ে যায়।
advertisement
7/10
হেপাটাইটিস C: হেপাটাইটিস সি ভাইরাস (HCV) সাধারণত রক্ত থেকে রক্তের মাধ্যমে ছড়িয়ে যায়।
advertisement
8/10
হেপাটাইটিস D: হেপাটাইটিস ডি ভাইরাস (HDV) শুধুমাত্র অন্য একজন হেপাটাইটিস ডি রোগীর মাধ্যমেই ছড়ায়।
advertisement
9/10
হেপাটাইটিস E: হেপাটাইটিস ই ভাইরাস (HEV) সাধারণত দূষিত জলের মাধ্যমে ছড়িয়ে যায়।
advertisement
10/10
হেপাটাইটিস হলে ক্লান্তি, ফ্লু, গাঢ় রঙের প্রসাব, পেটে ব্যথা, ফ্যাকাসে মল, খিদে না পাওয়া, ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া, পেটে অস্বস্তির মতো সমস্যা হতে পারে। এগুলি হেপাটাইটিসের প্রাথমিক উপসর্গ। তবে এর কোনওটি যদি আপনার মনে হয় শরীরে দেখা দিচ্ছে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hepatitis Death: হেপাটাইটিসে রেকর্ড গড়েছে ভারত-বাড়ছে মৃত্যু! কীভাবে ছড়ায় এই রোগ? বাঁচার উপায় কী? জরুরি কথা জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল