TRENDING:

Heart Attack: হার্ট অ‍্যাটাকে মৃত‍্যুর ভয়! জীবন বাঁচাবে ৫ টাকা দামের এই কিট

Last Updated:
কানপুরের হার্ট ডিজিজ ইনস্টিটিউটের ডাঃ নীরজ কুমার তৈরি করেছেন এই বিশেষ কিট
advertisement
1/6
হার্ট অ‍্যাটাকে মৃত‍্যুর ভয়! জীবন বাঁচাবে ৫ টাকা দামের এই কিট
দিনের পর দিন আরও বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা। হার্ট অ‍্যাটাক এখন বড়ই চেনা শব্দ সকলের কাছে। বয়স্কদের পাশাপাশি যুবকরাও হার্ট অ‍্যাটাকের শিকার হচ্ছেন। বিশেষত শীতকালে আরও বাড়ে হার্ট অ‍্যাটাকের প্রবণতা। তবে এবার এমন হার্ট অ‍্যাটাকের ভয় থেকে খানিকটা স্বস্তি দিতে পারে একটি কিট, যার দাম মাত্র পাঁচ টাকা।
advertisement
2/6
কানপুরের হার্ট ডিজিজ ইনস্টিটিউটের ডাঃ নীরজ কুমার তৈরি করেছেন এই বিশেষ কিট। যার নাম দেওয়া হয়েছে রাম কিট। হার্ট অ‍্যাটাকের ক্ষেত্রে সময় একটি বড় ভূমিকা পালন করে।
advertisement
3/6
আক্রান্ত ব‍্যক্তিকে যত দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাঁর প্রাণে বাঁচবার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। অনেক সময় চিকিত্‍সাকেন্দ্রে পৌঁছনোর দেরীতেই প্রাণ হারান রোগী। কিন্তু সেই সমস‍্যা থেকেই স্বস্তি দিতে পারে এই রাম কিট।
advertisement
4/6
advertisement
5/6
এই রাম কিটে তিনটি ওষুধ রয়েছে। যার মধ্যে রয়েছে Ecosprin, Rosuvastatin এবং Sorbitrate। যদি কোনো ব্যক্তির হার্ট অ্যাটাক হয়, তাহলে এই তিনটি ওষুধ খেলে জীবনের ভরসা আরও বেড়ে যায়।
advertisement
6/6
তাই ডাঃ নীরজ কুমারের পরামর্শ যাঁরা হার্টের সমস‍্যায় ভুগছেন, তাঁরা যেন এই কিটটি বাড়িতে রাখেন। তাহলে হার্ট অ‍্যাটাকের সময়, সঠিকভাবে কিটটির প্রয়োগ করা গেলে রোগীর জীবন বাঁচবে বলেই তাঁর বিশ্বাস। এই কিটের দাম মাত্র ৫ থেকে ৭ টাকা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Heart Attack: হার্ট অ‍্যাটাকে মৃত‍্যুর ভয়! জীবন বাঁচাবে ৫ টাকা দামের এই কিট
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল