TRENDING:

Heart Attack During Physical Relation: যৌন সঙ্গমের সময় আচমকা হার্ট অ্যাটাকের ভয় পাচ্ছেন? তবে কি যৌনতাই বন্ধ? চিকিৎসকরা যা বললেন…

Last Updated:
Physical Relation: প্রতি বছর প্রায় ১.৮ মিলিয়ন মানুষের হৃদরোগে মৃত্যু হয়। এর মধ্যে একটা বড় অংশের বয়সই ৫০-এর কম।
advertisement
1/6
সঙ্গমের সময় হার্ট অ্যাটাকের ভয় পাচ্ছেন? তবে কি যৌনতাই বন্ধ? চিকিৎসকরা যা বললেন..
প্রেমিকার সঙ্গে যৌন সঙ্গমের সময় আচমকাই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ২৮ বছর বয়সী এক যুবকের। নাগপুরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। সাধারণত যে রোগটিকে বার্ধক্যজনিত সমস্যা হিসেবে দেখা হত, বর্তমানে তাতেই ব্যাপক হারে প্রাণ হারাচ্ছেন তরুণরা। প্রতি বছর প্রায় ১.৮ মিলিয়ন মানুষের হৃদরোগে মৃত্যু হয়। এর মধ্যে একটা বড় অংশের বয়সই ৫০-এর কম।
advertisement
2/6
অনেক কারণেই হার্ট অ্যাটাক হতে পারে। এর মধ্যে বেশ কিছু কারণ রয়েছে যেগুলো আগাম বোঝা যায়। কিন্তু বেশ কিছু এমন কারণও রয়েছে যেগুলো দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে এতটাই ওতপ্রোত ভাবে জড়িত যে খুব দেরি না হওয়া পর্যন্ত সেগুলোর প্রভাব বোঝা যায় না।
advertisement
3/6
যৌনতা কি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়: সম্পতি অজয় পারতেকির খবর সামনে এসেছে। একটি লজে বান্ধবীর সঙ্গে যৌন মিলনের সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ২৮ বছর বয়সী এই যুবকের। পেশায় ড্রাইভার অজয় ওয়েল্ডিং টেকনিশিয়ান হিসেবেও কাজ করতেন। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন অজয়। চরম মুহূর্তে তিনি বিছানায় পড়ে যান। পুলিশ জানিয়েছে, ওই যুবকের শরীরে কোনও ওষুধ বা মাদক সেবনের প্রমাণ মেলেনি।
advertisement
4/6
যাঁদের হার্টের সমস্যা আছে তাঁদের জন্য কি যৌনতা বিপজ্জনক: করোনারি আটারির সমস্যা নিয়ে যৌনতায় মাতলে তার ফল মারাত্মক হতে পারে। এই রোগ সাধারণত তরুণদের মধ্যে দেখা যায়। যৌন মিলন একটি উচ্চ মাত্রার শারীরিক ক্রিয়াকলাপ। ওই সময় হার্টে আরও রক্ত এবং অক্সিজেনের প্রয়োজন হয়। যৌন মিলনের সময় হৃদস্পন্দন এবং রক্তচাপ দুটোই বৃদ্ধি পায়। যাঁদের হার্টের সমস্যা আছে তাঁদের জন্য এটা বিপজ্জনক। রোগী নিয়মিত মেডিক্যাল চেক আপ না করালে আচমকা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তাই ২০ বছর বয়স হলেই নিয়মিত শরীর চেক আপের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
advertisement
5/6
যৌনতা এবং হৃদরোগ সম্পর্কে অন্যান্য বিশেষজ্ঞরা কী বলেন: বিশেষজ্ঞ বলেন, যৌনমিলনের সময় হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম থাকে এবং যতক্ষণ পর্যন্ত কোনও লক্ষণ না দেখা যায় ততক্ষণ পর্যন্ত আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। চিকিৎসকরা আরও বলেন, যদি কেউ কোনও সমস্যা ছাড়াই জগিং বা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারেন তাহলে তিনি নিশ্চিন্তে যৌন মিলন করতে পারেন।
advertisement
6/6
যৌন মিলনের সময় হার্ট অ্যাটাকের হার কত: খুবই কম। গবেষণায় দেখা গিয়েছে, হার্ট অ্যাটাকে যত মৃত্যু হয়েছে তার মধ্যে যৌনতা অনুঘটকের কাজ করেছে মাত্র ১ শতাংশ মানুষের মধ্যে। বরং বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত ব্যবধানে যৌন মিলন হার্ট ভালো রাখে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Heart Attack During Physical Relation: যৌন সঙ্গমের সময় আচমকা হার্ট অ্যাটাকের ভয় পাচ্ছেন? তবে কি যৌনতাই বন্ধ? চিকিৎসকরা যা বললেন…
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল