Healthy Lifestyle: কানে সারাদিন ঠুসে রাখেন হেডসেট, এতে কিন্তু শেষ সর্বনাশও হয়ে যাচ্ছে কানের, চিকিৎসকের পরামর্শে বাঁচান নিজের কান
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Health Care: দীর্ঘদিন ইয়ারপড-নেকব্যান্ড ব্যাবহারে হতে পারে মারাত্মক ক্ষতি, এছাড়াও কানে শোঁ শোঁ শব্দের সৃষ্টি করতে পারে এমনকি শ্রবন ক্ষমতা কমিয়ে দিতে পারে।
advertisement
1/5

ইয়ারপড, নেকব্যান্ড একইভাবে সাউন্ড তৈরি করে। এগুলি কানের পর্দার খুব কাছে বাজে। যার ফলে হেডফোন বা ইয়ারফোনের মতোই সমস্যা হতে পারে।
advertisement
2/5
এগুলির ইয়ারপিসটা কানের ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া হয়। এর ফলে এটি কানের ভিতরের নোংরা আরও গভীরে ঠেলে দিতে পারে যা শোনার পথে আরও বাধা সৃষ্টি করতে পারে।
advertisement
3/5
ইয়ারপড, নেকব্যান্ড ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে ওয়ারলেস বা তার ছাড়া হিসাবে ব্যবহার করা হয়েছে হলেও কানের স্বাস্থ্যের কথা ভেবে যন্ত্রগুলিতে কোনও বিশেষ ব্যবস্থা করা নেই।
advertisement
4/5
এগুলির ধারাবাহিক এবং দীর্ঘমেয়াদি ব্যবহার, বিশেষত উচ্চ ভলিউমে ব্যবহার শ্রবণশক্তি হ্রাসের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়াও কানে শোঁ শোঁ শব্দের সৃষ্টি করতে পারে এমনকি শ্রবন ক্ষমতা কমিয়ে দিতে পারে।
advertisement
5/5
"চিকিৎসক শুভ বাগচী জানান, ওয়ারলেস হেডসেট, নেকব্যান্ড ব্যবহারের সময় বেশি জোরে না চালানোই একমাত্র সমাধান। যেহেতু যন্ত্রগুলি কানের খুব কাছে থাকে, এর সাউন্ড যতটা সম্ভব আস্তে দিয়ে শোনা উচিত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: কানে সারাদিন ঠুসে রাখেন হেডসেট, এতে কিন্তু শেষ সর্বনাশও হয়ে যাচ্ছে কানের, চিকিৎসকের পরামর্শে বাঁচান নিজের কান