Healthy Lifestyle: যৌন মিলনের সময় 'শো অ্যান্ড টেল' খেলা খেলেছেন? পার্টনারের শরীরকে চিনলে আরও দৃঢ় হবে সম্পর্ক...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
এতে একে অপরের সঙ্গে সম্পর্ক যেমন দৃঢ় হয়, তেমনই যৌনতায় একঘেঁয়েমি আসে না। (Healthy Lifestyle)
advertisement
1/8

যৌন জীবনকে সুখকর করতে সকলেই চান। শারীরিক মিলনকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার নানা উপায় রয়েছে। এতে একে অপরের সঙ্গে সম্পর্ক যেমন দৃঢ় হয়, তেমনই যৌনতায় একঘেঁয়েমি আসে না। (Healthy Lifestyle)
advertisement
2/8
যৌন মিলনের সময় 'শো অ্যান্ড টেল' অর্থাৎ 'দেখাও এবং বলো'-- এই খেলা খুবই জনপ্রিয়। আপনি যদি নিজের যৌন জীবনকে আরও আকর্ষণীয় করে তুলতে চান, তবে অবশ্যই এই খেলা খেলতে পারেন পার্টনারের সঙ্গে বিশেষ সময় কাটানোর সময়। এবং এতে কোনও লজ্জা বা বিকৃতি নেই।
advertisement
3/8
অনেকেই ভাবেন এটা লজ্জার। নিজের পার্টনারের সামনেও এ নিয়ে কথা বলতে অস্বস্তি অনুভব করেন। মনে রাখবেন নিজেকে চিনলে তবেই অন্যকে চিনতে পারবেন, চেনাতে পারবেন। চরিত্র, মন ও শরীর-- সবক্ষেত্রেই এটি প্রযোজ্য।
advertisement
4/8
জার্নাল অফ মেরিটাল থেরাপিতে এ নিয়ে বিশদে আলোচনা করা হয়েছে। এই খেলার সঙ্গে স্বমেহন অর্থাৎ মাস্টারবেশনের নিজস্ব অনুভূতি জড়িত। রতিসুখ, নিজের নিজেকে আরাম দেওয়ার কাজ। যৌন মিলনের সময় পার্টনারের সামনে স্বমেহনও দারুণ আকর্ষণীয় করে তুলতে পারে সঙ্গমকে।
advertisement
5/8
বিশেষজ্ঞরা বলছেন, একঘেঁয়েমি কাটাতে পার্টনার একে অপরের সঙ্গে 'শো অ্যান্ড টেল' অর্থাৎ 'দেখাও এবং বলো' এমন একটা খেলার মাধ্যমে নিজেদের যৌন জীবনকে সঠিক পথে চালনা করতে পারেন। যৌনতার সময় কথোপকথন খুবই জরুরি। ফলে নিজেদের মধ্যে এই খেলার মাধ্যমে সম্পর্ক গভীর হতে পারে।
advertisement
6/8
সঙ্গমের সময় আপনার পার্টনারের কী ভালো লাগে, কী করলে তিনি বেশি উত্তেজিত হন, কীসে তিনি হাসেন, কী তাঁর অপছন্দ, কীসে সীমা রয়েছে, সবই একসঙ্গে শো অ্যান্ড টেল খেলার মাধ্যমে জেনে যাওয়া যেতে পারে।
advertisement
7/8
একে অপরকে চেনা, পার্টনারের শরীরকে চেনার জন্য তাঁকেই বলতে দিন, তিনি কী করলে আরও বেশি উপভোগ করবেন এই মিলন। শরীরের কোন অংশে ছোঁওয়া তাঁর পছন্দ সে কথাও জেনে নিন কথার ছলে। নিজেও একই ভাবে পার্টনারকে জানান আপনার মনের কথা, শরীরের কথা।
advertisement
8/8
যৌন জীবনে একঘেঁয়েমির ফলে বহু সম্পর্ক ভেঙে যায়। হয়তো সেই সমস্যার কথা সহজে কেউ বুঝেও উঠতে পারেন না। ফলে শারীরিক মিলনের সময় অবশ্যই কথা বলুন, পার্টনারকেও বলতে দিন। খেলার ছলে সম্পর্ককে আরও বেশি মজবুত করে তুলুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: যৌন মিলনের সময় 'শো অ্যান্ড টেল' খেলা খেলেছেন? পার্টনারের শরীরকে চিনলে আরও দৃঢ় হবে সম্পর্ক...