TRENDING:

Healthy Lifestyle: অ্যারেঞ্জড ম্যারেজ? ফুলশয্যার রাত নিয়ে টেনশন? মিলনে অস্বস্তি? মাথায় রাখুন এই টিপসগুলো

Last Updated:
দু'জন অচেনা মানুষ প্রথমবার একান্তে...ফুলশয্যার রাতে কী করবেন? ঠিক কী করা উচিৎ? কী বলছেন বিশেষজ্ঞরা?
advertisement
1/5
অ্যারেঞ্জড ম্যারেজ? ফুলশয্যার রাত নিয়ে টেনশন? মিলনে অস্বস্তি? রইল টিপস
বিয়ে যদি হয় প্রেম করে, তবে তো মিটেই গেল! কিন্তু অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে প্রথম অস্বস্তি যেটা হয়, সেটা হল ফুলশয্যার রাত নিয়ে! দু'জন অচেনা মানুষ প্রথমবার একান্তে...ফুলশয্যার রাতে কী করবেন? ঠিক কী করা উচিৎ? কী বলছেন বিশেষজ্ঞরা?
advertisement
2/5
ফুলশয্যার রাতে দু'জনে মন খুলে কথা বলুন, একে অপরের কমফোর্ট জোন বোঝার চেষ্টা করুন। হাসি-ঠাট্টায় মাতুন! সিরিয়াস থাকবেন না! বরং দু'জন দু'জনের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করুন।
advertisement
3/5
ফুলশয্যার রাতে আগ বাড়িয়ে যৌন মিলনে লিপ্ত হওয়ার চেষ্টা করবেন না! তাতে সমস্যা বাড়বে বই কমবে না! বরং বোঝার চেষ্টা করুন আপনার স্বামী বা স্ত্রী কী চাইছে! যদি দু'জনের সম্মতি থাকে, তবেই এগোন। কোনও একজনের আপত্তি বা অস্বস্তি থাকলে সময় নিন।
advertisement
4/5
ফুলশয্যার রাতে যৌনমিলন নিয়ে বেশি মাথা ঘামাবেন না! টেনশন তো করবেনই না! ব্যাপারটাকে একটু হালকা নজরেই দেখুন। ফুলশয্যায় সঙ্গম হতেই হবে, এমন কোনও কথা নেই।
advertisement
5/5
অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে ফুলশয্যার রাতে মেয়েদের টেনশন থাকে হয়তো বা যৌন মিলন হবে এবং তা যন্ত্রণাদায়ক হবে! বিশেষজ্ঞরা বলছেন, এই ভাবনা অমূলক! বরং আপনি বিষয়টি নিয়ে সহজ না হলে সঙ্গীর থেকে সময় চেয়ে নিন। স্বামীরও উচিৎ তাড়াহুড়ো না করে স্ত্রীকে বোঝা এবং সময় দেওয়া।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: অ্যারেঞ্জড ম্যারেজ? ফুলশয্যার রাত নিয়ে টেনশন? মিলনে অস্বস্তি? মাথায় রাখুন এই টিপসগুলো
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল