Healthy Lifestyle: খেতে বসে এই মারাত্মক ভুলটি করেছেন না তো? কেলেঙ্কারি! অজান্তে শরীরে কী কী রোগ ডেকে আনছেন জানুন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
খাওয়ার জন্য যতটুকু সময় পান, তা যদি স্বাস্থ্যবিধি মেনে না খান, তাহলে একাধিক রোগে খারাপ হতে শুরু করবে আপনার শরীর।
advertisement
1/6

খাওয়ার জন্য যতটুকু সময় পান, তা যদি স্বাস্থ্যবিধি মেনে না খান, তাহলে একাধিক রোগে খারাপ হতে শুরু করবে আপনার শরীর।
advertisement
2/6
মানুষ অবসর সময়ে ফোনের দিক থেকে চোখ সরাতে চান না। কখনও ফোনেই কাজ চলতে থাকে, কখনও বা একটু সিনেমা বা সিরিজ দেখার জন্য খাওয়ার সময়টুকুই উপযুক্ত বলে মনে করেন।
advertisement
3/6
পুষ্টিবিদ অপূর্ব আগরওয়ালের কথায়, টেলিভিশন দেখার সময় মন থাকে না খাবারে। ফলে কতটা খাবার খাওয়া হল, কী কী খাওয়া হল, সে বিষয়ে ধারণাই তৈরি হয় না।
advertisement
4/6
ঘুমের কাছাকাছি সময়ে খাবার খাওয়া বদহজম ও ঘুমে জটিলতা সৃষ্টি করে। আগে খাবার খাওয়া রাতে নিরবিচ্ছিন্ন ঘুমে সহায়তা করে।
advertisement
5/6
খাওয়ার প্রক্রিয়ায় ফোকাস করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। খাবার খাওয়ার আগে গভীর নিশ্বাস নিন। এতে মনোযোগ ক্ষমতা বাড়ে।
advertisement
6/6
খাওয়ার আগে খাবারের রং এবং গন্ধ পর্যবেক্ষণ করুন। এটি খাওয়ার উপর ইন্দ্রিয়কে ফোকাস করে। খাবারটি চিবিয়ে ধীরে ধীরে গিলতে হবে, স্বাদ পেতে হবে। এর ফলেই হজম ভাল হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: খেতে বসে এই মারাত্মক ভুলটি করেছেন না তো? কেলেঙ্কারি! অজান্তে শরীরে কী কী রোগ ডেকে আনছেন জানুন