TRENDING:

Healthy Lifestyle : কাঁধে অন্তর্বাসের স্ট্র্যাপের দাগের জন্য হল্টার নেক, অফ শোল্ডার পরতে পারছেন না? রইল দাগ তোলার টোটকা

Last Updated:
Healthy Lifestyle : বিরক্তিকর ব্রা লাইনের হাত থেকে রেহাই পেতে কিছু নিয়ম মেনে চলুন ৷
advertisement
1/7
কাঁধে অন্তর্বাসের স্ট্র্যাপের দাগের জন্য হল্টার নেক, অফ শোল্ডার পরতে পারছেন না?
গরমকালের ফ্যাশন মানেই হল্টার নেক বা অফ শোল্ডার ৷ কিন্তু ফ্যাশনিস্তার সব সাজ মাটি হবে যদি কাঁধে থাকে ব্রায়ের স্ট্র্যাপের দাগ বা ব্রা স্ট্র্যাপ লাইনস ৷
advertisement
2/7
কাঁধের পাশাপাশি পিঠে ও স্তনের নীচেও থাকে স্ট্র্যাপের দাগ ৷ বিরক্তিকর ব্রা লাইনের হাত থেকে রেহাই পেতে কিছু নিয়ম মেনে চলুন ৷
advertisement
3/7
প্রথমেই নিজের মাপসই অন্তর্বাস কিনুন ৷ তাহলে স্ট্র্যাপ ও ব্রায়ের অন্য অংশের দাগ ত্বকের উপর বসে যাবে না ৷ অতিরিক্ত টাইট অন্তর্বাস হলে ত্বকে দাগ পড়ার আশঙ্কা থাকে ৷
advertisement
4/7
মুখের পাশাপাশি এক্সফোলিয়েট করুন কাঁধের ত্বকও ৷ আলাগ হাতে বডি স্ক্রাব মালিশ করুন ৷ কয়েক দিন ধরে এই রূপটান পালন করলে অন্তর্বাসের দাগ উঠে যাবে ৷
advertisement
5/7
সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না৷ সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকে অন্তর্বাসের দাগ বসে যাবে না৷
advertisement
6/7
ত্বককে মসৃণ করে টকদই ৷ ত্বকের দাগ হাল্কা করে তোলে লেবু ৷ টকদই, লেবুর রস ও বেসনের মিশ্রণ তৈরি করে কাঁধে মালিশ করুন ৷ শুকিয়ে গেলে ধুয়ে নিন ৷ অন্তর্বাসের স্ট্র্যাপের দাগ মিলিয়ে যাবে ৷
advertisement
7/7
৫ চামচ আমন্ডগুঁড়ো, ১ চামচ দুধ, লেবুর রস ও বেসনের মিশ্রণ তৈরি করুন ৷ এই মিশ্রণে কাঁধে লাগিয়ে আধঘণ্টা অপেক্ষা করুন ৷ তার পর ধুয়ে নিন ৷ গভীর ভাবে বসে থাকা দাগ হাল্কা হয়ে যাবে ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle : কাঁধে অন্তর্বাসের স্ট্র্যাপের দাগের জন্য হল্টার নেক, অফ শোল্ডার পরতে পারছেন না? রইল দাগ তোলার টোটকা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল